ফের সেরা শহরের তালিকায় কলকাতা

ডেস্ক, রাজনীতি ডটকম

ফের ভারতের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কলকাতা। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশকেই পেছনে ফেলেছে এবং তা নিয়ে নিজের ফেসবুকে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

সেখানে তিনি উল্লেখ করেছেন, ভ্রমণ ও অবসর সময় কাটানোর দিক থেকে গোটা বিশ্বের মধ্যে ১৯ নম্বর তালিকায় রয়েছে কলকাতা। উন্নয়নের দিক থেকে বিশ্বের মধ্যে ১১ নম্বরে স্থান করেছে কলকাতা। শুধু তাই নয়, গোটা বিশ্বের মেট্রো শহরের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাতাসের গুণগত মান অর্থাৎ এয়ার কোয়ালিটি সূচক (একিউআই)।

মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কলকাতার প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। আমাদের শহর সুন্দরভাবে প্রতিফলিত করেছে যে, কিভাবে ঐতিহ্য এবং আধুনিকতা সহাবস্থান করতে পারে এবং কিভাবে উন্নয়ন সচেতনতার সঙ্গে চলতে পারে। ’

ব্রিটিশ আমলের রাজধানী থেকে ভারতের সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র বলে পরিচিত এই কলকাতা। শতাব্দী প্রাচীন এই শহরকে শহরবাসীর কাছে তিলোত্তমা নামেও খ্যাত। প্রাচীন এই শহরের গায়ে কতই না গৌরবের স্পর্শ। তৎকালীন সূতানটী, গোবিন্দপুর আর কলকাতা থেকে জন্ম হয় আজকের কলকাতার।

কতই না আন্তর্জাতিক খেতাব রয়েছে ‘সিটি অফ জয়’র ঝুলিতে। আর তা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। এবার বিশ্বের অন্যতম সেরার সেরা শহরের তালিকায় ঢুকে পড়ল বাঙালির ‘তিলোত্তমা’।

কলকাতার এই কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘জয় হিন্দ’ ‘জয় বাংলা’। লিখেছেন, ‘কলকাতার প্রত্যেকে শহরবাসীর সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। একইসঙ্গে আমরা শহর গড়ে তুলেছি ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে, এবং পরিবেশের যত্ন নিয়ে। আসুন আমরা আরও উজ্জ্বল স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতাকে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ চালিয়ে যাই। ’

ঠিক এক যুগ আগে অর্থাৎ ২০১১ সালে মমতা ক্ষমতায় আসার পর রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর থেকে সমাজের নানা ক্ষেত্রে ব্যাপক বদল এসেছে। উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়ন, সামাজিক সুযোগ-সুবিধা প্রদান, পর্যটন ক্ষেত্রগুলোকে ঢেলে সাজানোসহ একগুচ্ছ কাজ করেছে রাজ্য সরকার। আর তারই সুফল পেয়েছে বলে মনে করা হচ্ছে। যে কারণে আন্তর্জাতিক স্তরে কলকাতার কদর বেড়েছে আরও।

মমতার নারীদের নিয়ে একাধিক প্রকল্পের আগে স্বীকৃতি অর্জন করেছে। এবার কলকাতার মুকুটে যুক্ত হলো বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে থাকার তকমা। পর্যটন ক্ষেত্রে বিশ্বের ২৫ নম্বরের মধ্যে ১৯ নম্বরে কলকাতা। দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতা স্থান ১১ নম্বরে। ঐতিহ্য আধুনিকতা গতিশীলতা আর সংস্কৃতি মেলবন্ধনই এই শহর বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পুতিন চুক্তি করতে চাইবেন না— আশঙ্কা ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই 'সংঘাত' এর সমাধান করা 'কঠিন একটি কাজ'। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন।

১ দিন আগে

স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু

৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে মোট ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সংস্থার ধারণা, এই অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঘটেছে।

১ দিন আগে

আফগানিস্তানে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৭১ প্রাণহানি

বাসটির সঙ্গে প্রথমে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং তার কয়েক মিনিটের মধ্যে একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে বাসটি। এতে বিস্ফোরণ ঘটে এবং নিহতদের অনেকে ঘটনাস্থলেই মারা যান।

১ দিন আগে

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

গাজায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও, টানা ইসরায়েলি হামলা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

১ দিন আগে