
ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এটি হবে কাবুল থেকে নয়াদিল্লিতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর। এ সফরকে পাকিস্তানের জন্যও ধাক্কা বলে মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আমির খান মুত্তাকি ভারত সফরে যাবেন আগামী ৯ অক্টোবর। তার এই সফর ভারত-তালেবান সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে, যা ভূ-রাজনীতিকে নতুন করে রূপ দিতে পারে।
মুত্তাকির এই ভারত সফর ঘিরে ভূ-রাজনীতিতে বিশেষ করে পাকিস্তানের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে মনে করছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে কাবুলের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে ইসলামাবাদ। এখন ভারত-আফগানিস্তান সম্পর্ক তৈরি হলে তা পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করতে পারবেন। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণ নিষেধাজ্ঞায় এই অব্যাহতিই তার ভারত সফরের তাৎপর্যকে তুলে ধরে বলে জানিয়েছেন ভারতীয় কূটনীতিকরা।
ভারতীয় কূটনৈতিক মহলের বরাত দিয়ে এনডিটিভি বলছে, কয়েক মাস ধরে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি চলছে। জানুয়ারি থেকে ভারতীয় কর্মকর্তারা মুত্তাকি ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। দুবাইয়ের মতো ‘নিরপেক্ষ স্থানে’ তাদের বৈঠক হয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্র সচিব দুবাইয়ে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করেছিলেন। সেখানে নয়াদিল্লির আফগানিস্তানে চলমান মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা ও শরণার্থী পুনর্বাসনে সহায়তা দেওয়ার ওপর আলোকপাত করা হয়।
ভারতীয় সরকারের তথ্য, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে প্রায় ৫০ হাজার টন গম, ৩৩০ টনেরও বেশি ওষুধ ও টিকা এবং ৪০ হাজার লিটার কীটনাশকসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে ভারত।

ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এটি হবে কাবুল থেকে নয়াদিল্লিতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর। এ সফরকে পাকিস্তানের জন্যও ধাক্কা বলে মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আমির খান মুত্তাকি ভারত সফরে যাবেন আগামী ৯ অক্টোবর। তার এই সফর ভারত-তালেবান সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে, যা ভূ-রাজনীতিকে নতুন করে রূপ দিতে পারে।
মুত্তাকির এই ভারত সফর ঘিরে ভূ-রাজনীতিতে বিশেষ করে পাকিস্তানের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে মনে করছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে কাবুলের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে ইসলামাবাদ। এখন ভারত-আফগানিস্তান সম্পর্ক তৈরি হলে তা পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করতে পারবেন। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণ নিষেধাজ্ঞায় এই অব্যাহতিই তার ভারত সফরের তাৎপর্যকে তুলে ধরে বলে জানিয়েছেন ভারতীয় কূটনীতিকরা।
ভারতীয় কূটনৈতিক মহলের বরাত দিয়ে এনডিটিভি বলছে, কয়েক মাস ধরে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি চলছে। জানুয়ারি থেকে ভারতীয় কর্মকর্তারা মুত্তাকি ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। দুবাইয়ের মতো ‘নিরপেক্ষ স্থানে’ তাদের বৈঠক হয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্র সচিব দুবাইয়ে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করেছিলেন। সেখানে নয়াদিল্লির আফগানিস্তানে চলমান মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা ও শরণার্থী পুনর্বাসনে সহায়তা দেওয়ার ওপর আলোকপাত করা হয়।
ভারতীয় সরকারের তথ্য, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে প্রায় ৫০ হাজার টন গম, ৩৩০ টনেরও বেশি ওষুধ ও টিকা এবং ৪০ হাজার লিটার কীটনাশকসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে ভারত।

ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।
১ দিন আগে
এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।
২ দিন আগে
ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।
২ দিন আগে