তরুণীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা, কাস্টমসকর্মীকে বদলি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৯: ৫৯
আখাউড়া কাস্টমস। ছবি : সংগৃহীত

ভারতীয় তরুণীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে বাংলাদেশি এক কাস্টমসকর্মীর বিরূদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (৫ এপ্রিল) ত্রিপুরার আখাউড়া স্থলবন্দরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কাস্টমসকর্মীকে সঙ্গে সঙ্গে বদলি করেছে সেদেশের কাস্টমস বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নিয়ম অনুসারে বাংলাদেশে প্রবেশের সময় প্রত্যেক ভারতীয় ১টি করে মদের বোতল নিয়ে ঢুকতে পারেন। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সঞ্জিত সাহা ও ঐশী সাহা নামে ২ ভাই-বোন। ২ জনের ব্যাগে ২টি মদের বোতল ছিল। বাংলাদেশে প্রবেশের পর তাদের সামগ্রী পরীক্ষা করেন কাস্টমসের কর্মী রুবেল। ২ জনের ব্যাগে ২টি মদের বোতল দেখে তিনি বলেন, ২টি বোতল নিতে গেলে ১০০০ টাকা ঘুষ দিতে হবে। ঘুষ দিতে অস্বীকার করায় একটি বোতল খুলে ভারতীয় নাগরিক ঐশী সাহাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এরপরই বিষয়টি জানিয়ে অভিযোগ করেন সঞ্জিত ও ঐশী।

সঞ্জিত সাহা অভিযোগ করে বলেন, আমরা নিয়ম মেনেই ২টি মদের বোতল এনেছিলাম। কিন্তু ১টি বোতলের জন্য আমাদের কাছে টাকা চায় কাস্টমসের একজন কর্মী। টাকা দিতে না চাইলে আমার বোনকে জোর করে মদ খাইয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

এদিকে এ ঘটনায় আজ শুক্রবার (৫ এপ্রিল) অভিযোগ স্বীকার করে নিয়েছেন আখাউড়া অভিবাসনের আধিকারিক। তিনি জানিয়েছেন, এই ঘটনা অনভিপ্রেত। যে ব্যক্তি এই কাজ করেছেন তাঁকে সঙ্গে সঙ্গে কুমিল্লা অভিবাসনে বদলি করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিতেই সশস্ত্র রয়েছে: ট্রাম্প

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই গাজায় সশস্ত্র রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য গোষ্ঠীটিকে ‘কিছু সময়ের জন্য’ সশস্ত্র থাকার জন্য যুক্তরাষ্ট্রই অনুমতি দিয়েছে। খবর আল

১০ ঘণ্টা আগে

দ্বিতীয় দফায় জীবিত বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

প্রথম দফার ৭ জিম্মির পর এবার দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলি জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) এসব ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

জিম্মি মুক্তির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত সাতজন ইসরায়েলে প্রবেশ করেছেন। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন ট্রাম্প।

১২ ঘণ্টা আগে

হামাসের জিম্মি মুক্তি শুরু: প্রথম ধাপে ৭ ইসরায়েলিকে হস্তান্তর

জিম্মি মুক্তি কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'শান্তি পরিকল্পনা' অনুযায়ী পরিচালিত হচ্ছে। পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

১৩ ঘণ্টা আগে