ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ১৭

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৪: ২৮

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও ৭ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে।

মুসলিম অধ্যুষিত এই শহরটির আইকনিক স্থাপনা বিখ্যাত চারমিনারের কাছে একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার সকালে গুলজার হাউস এলাকার ওই ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পরে ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিনির্বাপণ দপ্তরে আগুন লাগার খবর পৌঁছায়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ওই পরিবারটি গুলজার হাউসের একটি দোকানের ওপরের তলায় বসবাস করত। তিনি বলেন, “আমি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। খুবই দুঃখজনক একটি ঘটনা। কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল ও বিদ্যুৎ বিভাগকে আরও দক্ষ ও সজ্জিত করতে হবে। আমাকে জানানো হয়েছে, দমকল বাহিনী প্রাথমিকভাবে সঠিক সরঞ্জাম ছাড়াই এসেছিল।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনার চেষ্টা করা হবে এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটিতে মূলত একটিই প্রবেশপথ ছিল। তবে উদ্ধারকাজ চালাতে গিয়ে আরেকটি প্রবেশপথ তৈরি করা হয়। ভবনের ভেতরে আটকে পড়া অধিকাংশ মানুষ তখন অচেতন ছিলেন। হায়দরাবাদ পুলিশ কমিশনারেটের উপ-কমিশনার স্নেহা মেহেরা বলেন, “পুরোনো ভবন হওয়ায় গলিটি ছিল অত্যন্ত সরু এবং আশপাশে গহনার দোকান ঘেঁষাঘেঁষি করে তৈরি।”

চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকাটি হায়দরাবাদের অন্যতম পুরোনো এবং ঘনবসতিপূর্ণ ব্যবসাকেন্দ্র। বহু পুরোনো দোকান এবং বসতবাড়ি পাশাপাশি গড়ে ওঠায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেই মনে করছেন অনেকে।

ad
Ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২০০

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। একই সময়ে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে- যেখানে খাদ্য, আশ্রয় ও ওষুধের চরম সংকট চলছে।

৯ ঘণ্টা আগে

আল-আয়ালা— আমিরাতে ট্রাম্পকে স্বাগত জানানো যে নাচ নিয়ে এত আলোচনা

‘আল-আয়ালা’ নামে আরব আমিরাতের মেয়েদের এমন বিশেষ ধরনের নৃত্য পরিবেশন অনেকেই আগে কখনো দেখেননি। ফলে তারা সবাই প্রশ্ন তুলেছেন— এই নৃত্য প্রকৃতপক্ষে কী? একটি ইসলামি দেশ কীভাবে কাউকে স্বাগত জানাতে এমন নৃত্য পরিবেশন করতে পারে, তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

১৮ ঘণ্টা আগে

গাজা ‘দখল ও নিয়ন্ত্রণে নিতে’ বড় অভিযান শুরু ইসরায়েলের

আইডিএফ তাদের পোস্টে বলছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না। আগের ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় দেড় শতাধিক ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’তে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয় পোস্টে।

১৮ ঘণ্টা আগে

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে

ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে। শুক্রবার (১৬ মে) আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

১ দিন আগে