ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো। যদিও এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, রবিবার দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী।

যদিও এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারাও। পহেলগামে ভয়াবহ হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হলো।

এনডিটিভি বলছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনার বাড়ার পর পুঞ্চ সীমান্তে এই প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গতকাল রবিবার আরআইএ নভোস্তিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমি মনে করি রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে এবং তারা এমনকি একটি তদন্ত দলও তৈরি করতে পারে..। ভারত সত্য বলছে না কি মিথ্যা বলছে তা আন্তর্জাতিক তদন্ত দলকে খুঁজে বের করতে দিন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সেই তথ্যচিত্রের জন্য ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ বিবিসির

এর আগে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনা করে প্রকাশের জন্য গত সোমবার বিবিসিকে চিঠি দেন ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়। এর জন্য বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

যুদ্ধবিরতির এক মাস: দিনে গড়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা

অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে। আনতাবা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে।

১৩ ঘণ্টা আগে

সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে পাকিস্তানের সংবিধান সংশোধন, বিরোধীদের ওয়াকআউট

সংশোধনী অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী ও বিমান বাহিনীও এখন থেকে সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পরও পদমর্যাদা বজায় থাকবে। সমালোচকরা বলছেন, এ পরিবর্তনের ফলে সামরিক বাহিনী ও ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

১ দিন আগে

যুদ্ধবিরতির পরও গাজায় ১৫শ ভবন ধ্বংস করেছে ইসরায়েল

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।

২ দিন আগে