
ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ ইউরোপে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের পশ্চিমে অবস্থিত প্যাটরাস শহরে দাবানলে পুড়ছে বনভূমি। দাবানলে জ্বলছে আলবেনিয়ার একাধিক শহর। চলতি গ্রীষ্ম মৌসুমে একাধিক দাবানলের সাক্ষী হয়েছে স্পেনও৷
ইউরোপীয় ইউনিয়নের সায়েন্স হাব জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য বলছে, সব মিলিয়ে এ বছর দাবানলে ইউরোজোনের প্রায় এক হাজার ৭০০ বর্গমাইল বা চার লাখ ৪০ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৬ সালের গ্রীষ্ম মৌসুমের তুলনায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় দ্বিগুণ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দাবদাহ ও ঝড়ো বাতাসের কারণে ইউরোপের দক্ষিণাঞ্চলে বুধবার (১৩ আগস্ট) পর্যন্ত দাবানলে পুড়েছে হাজারও ঘর। বেশ কয়েকটি দাবানলের ক্ষেত্রে অগ্নিসংযোগ ও বজ্রঝড়ের তথ্য পাওয়া গেছে। অগ্নিসংযোগের ঘটনাগুলো এখনো খতিয়ে দেখা হচ্ছে।
খবরে বলা হয়েছে, গ্রিসের প্যাটরাস শহরের উপকণ্ঠের জলপাই বাগান ও বনভূমি পুড়ে গেছে। আগুন লেগেছে একটি সিমেন্ট কারখানায়। সেখানকার রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
পরিস্থিতিত ভয়াবহতা বিবেচনায় মঙ্গলবার প্যাটরাসের কাছে প্রায় সাত হাজার সাত শ মানুষের একটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবারও এর পাশের দুটি গ্রামে নতুন করে সতর্কবার্তা দিয়ে সেখানকার লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ চিওস ও সেফালোনিয়াতেও দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতায় স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আলবেনিয়ার ডেলভিনা এলাকায় দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন একজন দমকল কর্মী। ছবি: রয়টার্স
প্যাটরাসে দাবানল সামলাতে অ্যাথেন্স থেকে যাওয়া স্বেচ্ছাসেবক জর্জোস কারভানিস বলেন, পরিস্থিতির ভয়াবহ। মনে হচ্ছে পৃথিবীর শেষ দিন এসে গেছে। ঈশ্বর আমাদের এখানকার মানুষদের সহায় হোন।
দফায় দফায় দাবানলে পুড়ছে স্পেনও। এরই মধ্যে দাবানলের শিকার হয়েছে কাস্তিয়া ও লেওন অঞ্চল এবং তারাগোনা ও আভিলা অঞ্চল। দেশটির আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, প্রায় পুরো দেশই দাবানলের অতি উচ্চ বা উচ্চ ঝুঁকিতে রয়েছে।
স্পেনে দাবানলের ঘটনায় মঙ্গলবার গুরুতর দগ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। কাস্তিয়া ও লেওন অঞ্চলের নোগারেখাস শহরের কাছে আগুন ঠেকাতে ফায়ার ব্রেক তৈরির সময় আগুনে আটকা পড়েন তিনি। এ ছাড়া হাসপাতালে ভর্তি করতে হয়েছে আরও কয়েকজনকে। ৩৫ বছর বয়সী ওই দমকলকর্মী
এ নিয়ে এ বছর স্পেনে দাবানলে অন্তত ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তারাগোনা ও আভিলা এলাকায়।
স্পেনের পরিবেশমন্ত্রী সারা আগেসেন বলেছেন, দেশ জুড়ে ছড়িয়ে পড়া আগুনের অনেকগুলোই ইচ্ছাকৃতভাবে সৃষ্ট বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রিদের উত্তরের আভিলা এলাকায় দুই সপ্তাহ আগের অগ্নিকাণ্ডে এক দমকল কর্মীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গালিসিয়ার মুক্সিয়া এলাকায় গত আগস্টে আগুন লাগানোর অভিযোগে ৬৩ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।
এ ছাড়া দক্ষিণ উপকূলীয় কাদিস এলাকায় একটি সমুদ্রসৈকত উন্নয়ন প্রকল্পে আগুন ধরানোর পর হাত পুড়ে যাওয়া এক সন্দেহভাজনকেও চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিকে বজ্রপাতের কারণেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ড হয়েছে।
এদিকে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ১০ হাজার দমকল কর্মী ছাড়াও সেনা ও পুলিশ যৌথভাবে মোট ২৪টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে মধ্যাঞ্চলের দুটি গ্রামে আগুন পৌঁছে যাওয়ায় মানুষজন গবাদিপশু নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।

গত কয়েকদিন ধরেই দাবানল ছড়িয়েছে গ্রিসের বিভিন্ন এলাকায়। ছবি: রয়টার্স
এ ছাড়া মন্টেনিগ্রো, পর্তুগাল ও তুরস্কের একাধিক শহরে দাবানলে শত শত একর বন ও এলাকা উজাড় হয়েছে। মন্টেনিগ্রো ও তুরস্কে দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
ইউরোপীয় বন গবেষণা প্রতিষ্ঠানের অগ্নি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আলেকজান্ডার হেল্ড বলেন, প্রাকৃতিক পরিবেশে কাজ করতে অনভ্যস্ত দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। পরিস্থিতি এ বছর সংকটাপন্ন হয়ে উঠেছে।
গ্রিনপিসের হিসাব বলছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সবাইকে দাবানল নিয়ে আরও সতর্ক ও সক্রিয় হতে হবে। প্রতিবছর বন ব্যবস্থাপনায় ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ৯৯ লাখ হেক্টর দাবানল থেকে রক্ষা করা সম্ভব, যা পর্তুগালের সমান এলাকা।
টাকার এই অঙ্ককে খুব বড়ও মনে করছে না গ্রিনপিস। বরং পুরো ব্যবস্থাপনা ঠিকমতো কার্যকর করতে পারলে ব্যাপক অর্থ সাশ্রয় হবে জানিয়েছে সংস্থাটি৷ কেননা দাবানলের আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এর প্রায় ৯৯ গুণ বেশি অর্থ খরচ হয়।
দাবানলের এই পরিস্থিতির শিগগিরই উন্নতি হওয়ার সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্টরা। কেননা স্পেনে টানা ১০ দিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ, যা মঙ্গলবার ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। দিকে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দাবদাহ সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে, যা দেশটির ইতিহাসে দীর্ঘতম দাবালগুলোর একটি হতে যাচ্ছে।
একই চিত্র ইতালিতেও। তাপপ্রবাহ থেকে বাঁচতে পোপ লিও বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের পরিবর্তে চার্চের ভেতরে অবস্থান করেই তার সাপ্তাহিক ভাষণ দিয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ১৬টি শহরে তাপপ্রবাহের সতর্কতা জারি করে জানিয়েছে, ফ্লোরেন্সে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তবপৌঁছাতে পারে।

দক্ষিণ ইউরোপে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের পশ্চিমে অবস্থিত প্যাটরাস শহরে দাবানলে পুড়ছে বনভূমি। দাবানলে জ্বলছে আলবেনিয়ার একাধিক শহর। চলতি গ্রীষ্ম মৌসুমে একাধিক দাবানলের সাক্ষী হয়েছে স্পেনও৷
ইউরোপীয় ইউনিয়নের সায়েন্স হাব জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য বলছে, সব মিলিয়ে এ বছর দাবানলে ইউরোজোনের প্রায় এক হাজার ৭০০ বর্গমাইল বা চার লাখ ৪০ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০৬ সালের গ্রীষ্ম মৌসুমের তুলনায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় দ্বিগুণ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দাবদাহ ও ঝড়ো বাতাসের কারণে ইউরোপের দক্ষিণাঞ্চলে বুধবার (১৩ আগস্ট) পর্যন্ত দাবানলে পুড়েছে হাজারও ঘর। বেশ কয়েকটি দাবানলের ক্ষেত্রে অগ্নিসংযোগ ও বজ্রঝড়ের তথ্য পাওয়া গেছে। অগ্নিসংযোগের ঘটনাগুলো এখনো খতিয়ে দেখা হচ্ছে।
খবরে বলা হয়েছে, গ্রিসের প্যাটরাস শহরের উপকণ্ঠের জলপাই বাগান ও বনভূমি পুড়ে গেছে। আগুন লেগেছে একটি সিমেন্ট কারখানায়। সেখানকার রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
পরিস্থিতিত ভয়াবহতা বিবেচনায় মঙ্গলবার প্যাটরাসের কাছে প্রায় সাত হাজার সাত শ মানুষের একটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবারও এর পাশের দুটি গ্রামে নতুন করে সতর্কবার্তা দিয়ে সেখানকার লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ চিওস ও সেফালোনিয়াতেও দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতায় স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আলবেনিয়ার ডেলভিনা এলাকায় দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন একজন দমকল কর্মী। ছবি: রয়টার্স
প্যাটরাসে দাবানল সামলাতে অ্যাথেন্স থেকে যাওয়া স্বেচ্ছাসেবক জর্জোস কারভানিস বলেন, পরিস্থিতির ভয়াবহ। মনে হচ্ছে পৃথিবীর শেষ দিন এসে গেছে। ঈশ্বর আমাদের এখানকার মানুষদের সহায় হোন।
দফায় দফায় দাবানলে পুড়ছে স্পেনও। এরই মধ্যে দাবানলের শিকার হয়েছে কাস্তিয়া ও লেওন অঞ্চল এবং তারাগোনা ও আভিলা অঞ্চল। দেশটির আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, প্রায় পুরো দেশই দাবানলের অতি উচ্চ বা উচ্চ ঝুঁকিতে রয়েছে।
স্পেনে দাবানলের ঘটনায় মঙ্গলবার গুরুতর দগ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। কাস্তিয়া ও লেওন অঞ্চলের নোগারেখাস শহরের কাছে আগুন ঠেকাতে ফায়ার ব্রেক তৈরির সময় আগুনে আটকা পড়েন তিনি। এ ছাড়া হাসপাতালে ভর্তি করতে হয়েছে আরও কয়েকজনকে। ৩৫ বছর বয়সী ওই দমকলকর্মী
এ নিয়ে এ বছর স্পেনে দাবানলে অন্তত ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তারাগোনা ও আভিলা এলাকায়।
স্পেনের পরিবেশমন্ত্রী সারা আগেসেন বলেছেন, দেশ জুড়ে ছড়িয়ে পড়া আগুনের অনেকগুলোই ইচ্ছাকৃতভাবে সৃষ্ট বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রিদের উত্তরের আভিলা এলাকায় দুই সপ্তাহ আগের অগ্নিকাণ্ডে এক দমকল কর্মীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গালিসিয়ার মুক্সিয়া এলাকায় গত আগস্টে আগুন লাগানোর অভিযোগে ৬৩ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।
এ ছাড়া দক্ষিণ উপকূলীয় কাদিস এলাকায় একটি সমুদ্রসৈকত উন্নয়ন প্রকল্পে আগুন ধরানোর পর হাত পুড়ে যাওয়া এক সন্দেহভাজনকেও চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিকে বজ্রপাতের কারণেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ড হয়েছে।
এদিকে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ১০ হাজার দমকল কর্মী ছাড়াও সেনা ও পুলিশ যৌথভাবে মোট ২৪টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে মধ্যাঞ্চলের দুটি গ্রামে আগুন পৌঁছে যাওয়ায় মানুষজন গবাদিপশু নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।

গত কয়েকদিন ধরেই দাবানল ছড়িয়েছে গ্রিসের বিভিন্ন এলাকায়। ছবি: রয়টার্স
এ ছাড়া মন্টেনিগ্রো, পর্তুগাল ও তুরস্কের একাধিক শহরে দাবানলে শত শত একর বন ও এলাকা উজাড় হয়েছে। মন্টেনিগ্রো ও তুরস্কে দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
ইউরোপীয় বন গবেষণা প্রতিষ্ঠানের অগ্নি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আলেকজান্ডার হেল্ড বলেন, প্রাকৃতিক পরিবেশে কাজ করতে অনভ্যস্ত দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। পরিস্থিতি এ বছর সংকটাপন্ন হয়ে উঠেছে।
গ্রিনপিসের হিসাব বলছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সবাইকে দাবানল নিয়ে আরও সতর্ক ও সক্রিয় হতে হবে। প্রতিবছর বন ব্যবস্থাপনায় ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ৯৯ লাখ হেক্টর দাবানল থেকে রক্ষা করা সম্ভব, যা পর্তুগালের সমান এলাকা।
টাকার এই অঙ্ককে খুব বড়ও মনে করছে না গ্রিনপিস। বরং পুরো ব্যবস্থাপনা ঠিকমতো কার্যকর করতে পারলে ব্যাপক অর্থ সাশ্রয় হবে জানিয়েছে সংস্থাটি৷ কেননা দাবানলের আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এর প্রায় ৯৯ গুণ বেশি অর্থ খরচ হয়।
দাবানলের এই পরিস্থিতির শিগগিরই উন্নতি হওয়ার সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্টরা। কেননা স্পেনে টানা ১০ দিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ, যা মঙ্গলবার ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। দিকে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দাবদাহ সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে, যা দেশটির ইতিহাসে দীর্ঘতম দাবালগুলোর একটি হতে যাচ্ছে।
একই চিত্র ইতালিতেও। তাপপ্রবাহ থেকে বাঁচতে পোপ লিও বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের পরিবর্তে চার্চের ভেতরে অবস্থান করেই তার সাপ্তাহিক ভাষণ দিয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ১৬টি শহরে তাপপ্রবাহের সতর্কতা জারি করে জানিয়েছে, ফ্লোরেন্সে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তবপৌঁছাতে পারে।

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।
১ দিন আগে
এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।
১ দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।
১ দিন আগে
রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
১ দিন আগে