ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান জুড়ে ধরপাকড়

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান জুড়ে ব্যাপক ধরপাকড়, গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়ন শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে ‘ইতিহাসে নজিরবিহীন’ অনুপ্রবেশ ঘটিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

কর্মকর্তারা মনে করছেন, এই অনুপ্রবেশের মাধ্যমে ইসরায়েলকে এমন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছিল, যার ফলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সিনিয়র কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যাকাণ্ড সংঘটিত হয়। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক’ — যেমন সিআইএ, মোসাদ এবং এম১৬-এর বিরুদ্ধে ‘অবিরাম যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি ১২ দিনের যুদ্ধে তিনজনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর যুদ্ধবিরতির পরের দিনই আরো তিনজনের দণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে দেশজুড়ে ৭০০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে কয়েকজন বন্দির তথাকথিত স্বীকারোক্তিমূলক বক্তব্য, যাদের দাবি— তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এসব স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করা হতে পারে এবং বিচার প্রক্রিয়া যথাযথ হয়নি।

তারা বলছে, ইরানে দীর্ঘদিন ধরেই গোপন বিচার এবং জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগ রয়েছে।

বিদেশে কর্মরত ফার্সি ভাষার গণমাধ্যমকর্মীদের ওপরও চাপ বাড়িয়েছে ইরান সরকার, এমনটাই বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে। বিবিসি পারসিয়ান, ইরান ইন্টারন্যাশনাল এবং লন্ডনভিত্তিক মানোতো টিভির সাংবাদিকদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।

বিবিসি পারসিয়ানের সাংবাদিকরা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের পরিবারকে লক্ষ্য করে হুমকি বাড়ছে। তাদের ‘মোহারেব’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন ব্যক্তি’ বলে আখ্যা দেওয়া হচ্ছে— যে অপরাধে ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই ধরনের ঘটনা মানোতো টিভির কর্মীদের সঙ্গেও ঘটেছে। পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে।

যুদ্ধ চলাকালীন ইরানে ইন্টারনেট প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করা হয় এবং যুদ্ধবিরতির পরও স্বাভাবিক সেবা এখনো পুরোপুরি ফেরেনি। ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন— ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এক্স (সাবেক টুইটার), ইউটিউব এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ এবং ভিপিএন ছাড়া এগুলো ব্যবহার করা যায় না।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধকালীন সময়ের মতোই, যখন বিপুলসংখ্যক রাজনৈতিক বন্দিকে গোপনে হত্যা করা হয়েছিল। ১৯৮৮ সালে এমন একটি ঘটনায়, গোপন বিচারে হাজার হাজার বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাদের অধিকাংশকেই অচিহ্নিত গণকবরে দাফন করা হয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ইরান সরকার আবারও ভেতরকার বিরোধীদের ওপর চরম দমন-পীড়নে নেমেছে, যার অংশ হিসেবে চলছে গণগ্রেপ্তার, মৃত্যুদণ্ড।সূত্র : বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শুল্ক, তবু যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ রপ্তানি বেড়েছে ভারতের

ভারতের ওপর আগস্টের শেষ দিকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশি বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিল।

১ দিন আগে

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে সইয়ের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এ চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

১ দিন আগে

ক্লাউডফ্লেয়ার ডাউন, বিশ্বের বিভিন্ন সাইটে বিপর্যয়

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।

১ দিন আগে

কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন, বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী

১ দিন আগে