
ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠককে ‘গঠনমূলক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী এ বৈঠক গতকাল শনিবার শেষ হলেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়াও ওই আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।
আবুধাবিতে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হয় গত শুক্রবার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো তিন দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আলোচনায় বহু বিষয় উঠে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এ আলোচনা ছিল ‘গঠনমূলক’।
তিনি জানান, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হবে, সে বিষয়ে একটি কাঠামো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। সামরিক প্রতিনিধিরা সম্ভাব্য পরবর্তী বৈঠকের আলোচ্যসূচির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করেছেন বলে জানান তিনি।
এদিকে ইউক্রেনের সঙ্গে আরও আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আবুধাবির বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা একটি ‘ইতিবাচক পরিবেশে’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বৈঠকের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত সরকারের এক মুখপাত্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগে যেসব ‘অমীমাংসিত বিষয়’ রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিয়েই আলোচনা হয়েছে।
বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানবোধ দেখা গেছে। তারা সত্যিই একটি সমাধানের পথ খুঁজছিলেন।’ তিনি আরও বলেন, ‘খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) বৈঠকে এই উদ্যোগকে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।’
আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা
এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা। গতকাল ভোরে রাজধানী কিয়েভসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় একের পর এক হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। এতে সারা দেশে প্রায় ১২ লাখ বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
হিমশীতল আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। কিয়েভে সকালে প্রায় ছয় হাজার ভবনে গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না। তাপমাত্রা নেমে আসে মাইনাস ১০ ডিগ্রির কাছাকাছি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, হামলায় রাজধানীতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এক শিশুসহ ১৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ৩৭৫টি ড্রোন ও ২১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে দুটি ছিল হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির পাঁচ থেকে দশ গুণ দ্রুতগতিসম্পন্ন।
অন্যদিকে খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো দাবি করেছেন, হোলা প্রিস্তান শহরের কাছে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠককে ‘গঠনমূলক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী এ বৈঠক গতকাল শনিবার শেষ হলেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়াও ওই আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।
আবুধাবিতে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হয় গত শুক্রবার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো তিন দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আলোচনায় বহু বিষয় উঠে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এ আলোচনা ছিল ‘গঠনমূলক’।
তিনি জানান, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হবে, সে বিষয়ে একটি কাঠামো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। সামরিক প্রতিনিধিরা সম্ভাব্য পরবর্তী বৈঠকের আলোচ্যসূচির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করেছেন বলে জানান তিনি।
এদিকে ইউক্রেনের সঙ্গে আরও আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আবুধাবির বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা একটি ‘ইতিবাচক পরিবেশে’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বৈঠকের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত সরকারের এক মুখপাত্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগে যেসব ‘অমীমাংসিত বিষয়’ রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিয়েই আলোচনা হয়েছে।
বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানবোধ দেখা গেছে। তারা সত্যিই একটি সমাধানের পথ খুঁজছিলেন।’ তিনি আরও বলেন, ‘খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) বৈঠকে এই উদ্যোগকে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।’
আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা
এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা। গতকাল ভোরে রাজধানী কিয়েভসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় একের পর এক হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। এতে সারা দেশে প্রায় ১২ লাখ বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
হিমশীতল আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। কিয়েভে সকালে প্রায় ছয় হাজার ভবনে গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না। তাপমাত্রা নেমে আসে মাইনাস ১০ ডিগ্রির কাছাকাছি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, হামলায় রাজধানীতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এক শিশুসহ ১৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ৩৭৫টি ড্রোন ও ২১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে দুটি ছিল হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির পাঁচ থেকে দশ গুণ দ্রুতগতিসম্পন্ন।
অন্যদিকে খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো দাবি করেছেন, হোলা প্রিস্তান শহরের কাছে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বাড়ির ভেতর ও আঙিনায় নারী-পুরুষের লাশ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত।
১ দিন আগে
এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। সংস্থাটি সংস্কার ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে তারা।
২ দিন আগে
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
২ দিন আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে ত্রিপাক্ষিক বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ২৩ ও ২৪ জানুয়ারির এই বৈঠকে ভূখণ্ড ছাড়ের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২ দিন আগে