তীব্র খাদ্যসংকটে গাজায় মানবিক বিপর্যয়: ডব্লিউএইচও

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, ইসরায়েলের বাধার কারণে মানবিক সহায়তা সীমিত থাকায় ক্ষুধা ও অপুষ্টি এখন 'বিপর্যয়কর' পর্যায়ে পৌঁছেছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অনুযায়ী, প্রতিদিন ২ হাজার টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও বর্তমানে গড়ে মাত্র ৭৫০ টন খাদ্য প্রবেশ করছে। ডব্লিউএইচও মহাপরিচালক বলেছেন, "যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।"

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অন্তত এক-চতুর্থাংশ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। বর্তমানে জন্ম নেওয়া প্রায় ৭০ শতাংশ শিশু সময়ের আগে বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। ৪১টি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে নির্বিচারে ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার অভিযোগ করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ২৮০ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্যসামগ্রী প্রবেশ করছে, তা জনগণের প্রয়োজন মেটানোর জন্য অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, প্রতিদিন ২ হাজার টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও এখন গড়ে মাত্র ৭৫০ টন খাদ্যই প্রবেশ করছে। কারণ, ইসরায়েল নিয়ন্ত্রিত সীমান্তে কেবল দুটি প্রবেশপথই খোলা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, ‘পরিস্থিতি এখনো ভয়াবহ, কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি।’

এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার অন্তত এক-চতুর্থাংশ মানুষ বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন, যাদের মধ্যে ১১ হাজার ৫০০ গর্ভবতী নারীও আছেন। সংস্থাটি সতর্ক করেছে, এই ভয়াবহ খাদ্যসংকট পুরো এক প্রজন্মের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) উপ–নির্বাহী পরিচালক অ্যান্ড্রু স্যাবারটন জানান, বর্তমানে গাজায় জন্ম নেওয়া প্রায় ৭০ শতাংশ শিশু সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে, যেখানে ২০২৩ সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র ২০ শতাংশ। তাঁর ভাষায়, ‘অপুষ্টির প্রভাব শুধু মায়ের নয়, নবজাতকের জীবনেও মারাত্মক প্রভাব ফেলবে।’

খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি এ বছরের আগস্টে গাজা সিটিসহ আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, তখন গাজা উপত্যকায় পাঁচ লাখেরও বেশি মানুষ ‘বিপর্যয়কর পরিস্থিতিতে’ ছিলেন।

মার্কিন মধ্যস্থতায় ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা থাকলেও বাস্তবে তার সুফল মিলছে না। পিএআরসি নামের ফিলিস্তিনি এনজিওর বিদেশি সম্পর্কবিষয়ক পরিচালক বাহা জাকউত বলেন, ‘যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় পরিস্থিতি ভয়াবহ।’

তিনি জানান, ‘বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু বীজ বা জলপাইয়ের মতো পুষ্টিকর খাদ্যসামগ্রী নিষিদ্ধ। এগুলো শিশু, নারী ও দুর্বল জনগোষ্ঠীর ন্যূনতম পুষ্টিচাহিদাও পূরণ করতে পারে না।’

জাকউত আরও জানান, সামান্য ফল ও সবজি ঢুকলেও দাম আকাশছোঁয়া, এক কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে প্রায় ১৫ শেকেলে, যা আগে ছিল মাত্র এক শেকেল।

এমন অবস্থায় বৃহস্পতিবার অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ ৪১টি আন্তর্জাতিক সংস্থা এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, ইসরায়েল নির্বিচারে গাজায় ত্রাণবাহী ট্রাকগুলো আটকে দিচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ২৮০ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লাশে নির্যাতনের চিহ্ন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস গার্ডিয়ানের

গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির পর ইসরায়েলে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন, বেআইনি হত্যাকাণ্ড ও সন্দেহজনক মৃত্যুর ভয়াবহ প্রতিবেদন প্রকাশ পেতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বন্দিশালা সেডিতিমান থেকে যে ১৯৫ ফিলিস্তিনি বন্দির লাশ হস্তান্তর

১ দিন আগে

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসী নিহত

যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের জন্য তিউনিসিয়া এখন একটি প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।

১ দিন আগে

পুতিনের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে পরিকল্পিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের বিষয়ে ট্রাম্পের ঘোষণার একদিন পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

১ দিন আগে

ইসরায়েলের সংসদে পশ্চিম তীর দখলের বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন

তবে এই পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের পথকে কার্যত বন্ধ করে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান।

১ দিন আগে