হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার। ছবি: জেরুজালেম পোস্ট

ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।

জাতিসংঘের ইরানি মিশন সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েল মিথ্যা দাবি করেছে এবং এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ইরান।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) ইরানি মিশন এ দাবি করেছে। এর আগে বুধবার রাতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের ওই হাসপাতাল।

ইরানি মিশনের পোস্টে বলা হয়েছে, ইরানের হামলাগুলো ছিল সুনির্দিষ্ট এবং শুধু ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে সরাসরি জড়িত ও সমর্থনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ‘বিস্ফোরণ’ হাসপাতালের ‘সামান্য ক্ষতি’ করেছে।

হাসপাতালে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের এই হামলা ইচ্ছাকৃত ও অপরাধমূলক।

Soroka-Hospital-Israel-Damage-02-Photo-19-06-2025

ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার এলাকায় বিস্ফোরণের পর ধোঁয়া। ছবি: রয়টার্স

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরোকা হাসপাতালটি গাজায় অভিযানের সময় আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে।

তবে ইরানি সূত্রগুলো বলছে, সরোকা হাসপাতালটি ইসরায়েলের দুটি প্রধান সামরিক স্থাপনা আইডিএফের প্রধান গোয়েন্দা সদর দপ্তর ও সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাঝে অবস্থিত। এই দুটি স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কাছাকাছি বিস্ফোরণের শকওয়েভ থেকে হাসপাতালটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে চলমান এই সংঘাতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আদানম ঘেব্রেয়েসুস লিখেছেন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে এখন পর্যন্ত যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা ভয়াবহ।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলে কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলার অভিযোগ তোলে ইরান। তেহরানে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মীদের প্রাণহানিও ঘটেছে।

সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলার পাশাপাশি ইরানেও ইসরায়েলের এসব হামলার ঘটনা উল্লেখ করেছেন তেড্রোস। তিনি বলেন, আমরা সব পক্ষকে সবসময় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কর্মী ও রোগীদের রক্ষা করার আহ্বান জানাই। শান্তিই সবচেয়ে ভালো ওষুধ।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ইরানের হামলায় ২৭১ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭১ জনই সোরোকা হাসপাতালে হামলার ঘটনায় আহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সিরিয়াকে ‘যথাসম্ভব’ সহায়তা করবে ইউরোপ: ইইউ প্রধান

১ দিন আগে

বিক্ষোভে পিছু হটবে না ইরান— খামেনির হুঁশিয়ারি

গার্ডয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো দেওয়া ভাষণে খামেনি আন্দোলনকারীদের ‘ভাঙচুরকারী’ ও ‘নাশকতাকারী’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভ বিদেশি এজেন্ডা দ্বারা পরিচালিত এবং আন্দোলনকারীরা অন্য দেশের নেতাদের সন্তুষ্ট করতেই রাস্তায় নেমেছে।

১ দিন আগে

মাচাদোর নোবেল পুরস্কার নিতে ‘রাজি’ ট্রাম্প

এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের কোনো একটি সময়ে তিনি এখানে আসবেন বলে জেনেছি। এবং আমি তার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং আমি জেনেছি তিনি এটি করতে (নোবেল পুরস্কার দিতে) চান। এটি আমার জন্য সম্মানের বিষয় হবে।

১ দিন আগে

ট্রাম্পেরও পতন হবে হুঁশিয়ারি খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাসের অন্য স্বৈরশাসকদের মতো ট্রাম্পেরও পতন হবে।

২ দিন আগে