ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।
জাতিসংঘের ইরানি মিশন সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েল মিথ্যা দাবি করেছে এবং এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ইরান।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) ইরানি মিশন এ দাবি করেছে। এর আগে বুধবার রাতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের ওই হাসপাতাল।
ইরানি মিশনের পোস্টে বলা হয়েছে, ইরানের হামলাগুলো ছিল সুনির্দিষ্ট এবং শুধু ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে সরাসরি জড়িত ও সমর্থনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ‘বিস্ফোরণ’ হাসপাতালের ‘সামান্য ক্ষতি’ করেছে।
হাসপাতালে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের এই হামলা ইচ্ছাকৃত ও অপরাধমূলক।
ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার এলাকায় বিস্ফোরণের পর ধোঁয়া। ছবি: রয়টার্স
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরোকা হাসপাতালটি গাজায় অভিযানের সময় আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে।
তবে ইরানি সূত্রগুলো বলছে, সরোকা হাসপাতালটি ইসরায়েলের দুটি প্রধান সামরিক স্থাপনা আইডিএফের প্রধান গোয়েন্দা সদর দপ্তর ও সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাঝে অবস্থিত। এই দুটি স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কাছাকাছি বিস্ফোরণের শকওয়েভ থেকে হাসপাতালটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে চলমান এই সংঘাতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আদানম ঘেব্রেয়েসুস লিখেছেন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে এখন পর্যন্ত যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা ভয়াবহ।
এর আগে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলে কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলার অভিযোগ তোলে ইরান। তেহরানে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মীদের প্রাণহানিও ঘটেছে।
সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলার পাশাপাশি ইরানেও ইসরায়েলের এসব হামলার ঘটনা উল্লেখ করেছেন তেড্রোস। তিনি বলেন, আমরা সব পক্ষকে সবসময় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কর্মী ও রোগীদের রক্ষা করার আহ্বান জানাই। শান্তিই সবচেয়ে ভালো ওষুধ।
এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ইরানের হামলায় ২৭১ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭১ জনই সোরোকা হাসপাতালে হামলার ঘটনায় আহত হন।
ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।
জাতিসংঘের ইরানি মিশন সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েল মিথ্যা দাবি করেছে এবং এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ইরান।
বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) ইরানি মিশন এ দাবি করেছে। এর আগে বুধবার রাতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের ওই হাসপাতাল।
ইরানি মিশনের পোস্টে বলা হয়েছে, ইরানের হামলাগুলো ছিল সুনির্দিষ্ট এবং শুধু ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে সরাসরি জড়িত ও সমর্থনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ‘বিস্ফোরণ’ হাসপাতালের ‘সামান্য ক্ষতি’ করেছে।
হাসপাতালে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের এই হামলা ইচ্ছাকৃত ও অপরাধমূলক।
ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার এলাকায় বিস্ফোরণের পর ধোঁয়া। ছবি: রয়টার্স
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরোকা হাসপাতালটি গাজায় অভিযানের সময় আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে।
তবে ইরানি সূত্রগুলো বলছে, সরোকা হাসপাতালটি ইসরায়েলের দুটি প্রধান সামরিক স্থাপনা আইডিএফের প্রধান গোয়েন্দা সদর দপ্তর ও সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাঝে অবস্থিত। এই দুটি স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কাছাকাছি বিস্ফোরণের শকওয়েভ থেকে হাসপাতালটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে চলমান এই সংঘাতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আদানম ঘেব্রেয়েসুস লিখেছেন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে এখন পর্যন্ত যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা ভয়াবহ।
এর আগে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলে কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলার অভিযোগ তোলে ইরান। তেহরানে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য কর্মীদের প্রাণহানিও ঘটেছে।
সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলার পাশাপাশি ইরানেও ইসরায়েলের এসব হামলার ঘটনা উল্লেখ করেছেন তেড্রোস। তিনি বলেন, আমরা সব পক্ষকে সবসময় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কর্মী ও রোগীদের রক্ষা করার আহ্বান জানাই। শান্তিই সবচেয়ে ভালো ওষুধ।
এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ইরানের হামলায় ২৭১ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭১ জনই সোরোকা হাসপাতালে হামলার ঘটনায় আহত হন।
ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ আরও কয়েকজন নেতা ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে যোগ দেবেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আয়োজিত এই বৈঠকে।
২০ ঘণ্টা আগেপোস্টে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন।
২১ ঘণ্টা আগেইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে ।
১ দিন আগেপ্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড বলছে, বিদেশে চিকিৎসা প্রকল্পের আওতায় তারা ২০২৪ সালে গাজা থেকে ১৬৯ জন শিশুকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে নিয়েছে পরিচর্যার জন্য।
১ দিন আগে