আলোচনায় বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১: ৩২

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের ট্রেন যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ ও উন্নত করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ।

ভৌগোলিক অবস্থানের কারণে এ সুযোগ নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। তারা এমন সুযোগ পেলে বাংলাদেশ কি লাভবান হবে— তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

সমঝোতা স্মারকে রয়েছে- রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন একটি আন্তর্দেশীয় ট্রেন-সার্ভিস চালু করা এবং বাংলাদেশে ভারতের রেল-ট্রানজিট।

এর আগে বাংলাদেশের ভেতর দিয়ে একগুচ্ছ রেলপথ তৈরির পরিকল্পনা করে ভারত।

নতুন রেলপথগুলো বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে। এ পরিকল্পনায় বাংলাদেশের ভেতরে থাকবে ৮৬১ কিলোমিটার রেলপথ।

বাংলাদেশ রেলওয়ের পথ ব্যবহার করে গেদে-দর্শনা দিয়ে হলদিবাড়ি-চিলাহাটি ক্রস-বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চালানো হবে। আগামী জুলাই মাসের কোনো এক সময়ে এটি হতে পারে। এটি ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগে সহায়তা করবে।

এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট আসনের লোকসভা সাংসদ জগন্নাথ সরকার দুই দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন #বাংলাদেশ #রাজনীতি #awamileague #ঢাকা #বিএনপি #ভারত #দর্শনা #রেলপথ#মোদি #হাসিনা #বাংলাদেশ-ভারত

ভিডিও প্রতিবেদন: রেজাউল করিম লিটন

ad
ad

দৃশ্যমান থেকে আরও পড়ুন