নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ৪৪
নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সুরভী আকন্দ প্রীতিদের উল্লাস। ছবি: বাফুফে

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে বাংলার মেয়েরা।

দলের জয়ে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সুরভী আকন্দ প্রীতি। বাকি গোলটি এসেছে থৈনু মারমার পা থেকে।

এই জয়ের ফলে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা টুর্নামেন্টে বাংলাদেশের পয়েন্ট ৪ ম্যাচে ৯। টুর্নামেন্টের প্রথম লেগেও নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে নেপালের ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন থৈনু মারমা। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ করে নেপাল। কর্নার থেকে আসা বলে গোল করে তারা।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ করলেও বাংলাদেশের মেয়েরা তাদের কোনো সুযোগ দেয়নি। উল্টো ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন প্রীতি।

কর্নার থেকে আসা বলে বক্সে ফাঁকা জায়গায় পেয়ে সহজেই তিনি বল জালে পাঠান। এর নয় মিনিট পরেই প্রীতি তার হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচের শেষদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশ দলের কোচ শেষদিকে গোলরক্ষক ইয়ারজানকে উঠিয়ে মেঘলাকে নামালেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।

আগামী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শিরোপা জিততে হলে বাংলাদেশের মেয়েদের এই ম্যাচটি জিততেই হবে। টুর্নামেন্টের প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

'আশা করি এটা আমার সেরা মৌসুম হবে'

নিজের সিপিএল ক্যারিয়া প্রসঙ্গে সাকিব বলেন, 'এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি। (প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড। এবার আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আম

১১ দিন আগে

নাটকীয় জয়ে লিভারপুলের শুভ সূচনা

ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। তবে বোর্নমাউথের ঘানার ফরোয়ার্ড অ্যান্টনি সেমেনিও একাই লড়াই জমিয়ে তুলেছিলেন।

১২ দিন আগে

জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু খ্যাতি বা সামাজিক অবস্থানের ভিন্নতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

১৬ দিন আগে

আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।

১৭ দিন আগে