জমজমাট সিরিজের অপেক্ষায় চট্টগ্রাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১: ৩৫

ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়কের মুখেই হাসি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের চেয়ে হাসিটা বেশি স্পষ্ট বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের মুখে। ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই আজ শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতে এশিয়া কাপের সুপার ফোরে চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া লিটন এই সিরিজ দিয়েই ফিরছেন মাঠে, হাসি তো তাঁর একটু বেশি হবেই।

ট্রফি উন্মোচনে সিরিজের আয়োজক বিসিবি বেছে নিয়েছিল বন্দরনগরীর ঐতিহাসিক সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণকে। একদিকে ইংরেজের আমলে গড়ে ওঠা লাল বিল্ডিং, আরেক দিকে গাছগাছালি। দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেই ক্রিকেট পর্যটনের অংশ হিসেবেই সিআরবি প্রাঙ্গণে ট্রফির উন্মোচন; যেটা সবারই কমবেশি প্রশংসা কুড়িয়েছে।

প্রশংসা কুড়িয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেটও। এখানকার উইকেট সবুজাভ; যা দেখতে মিরপুর শেরেবাংলার চেয়ে পুরোপুরি বিপরীত। আচরণটাও কি বিপরীত হবে? সে রকমই আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ, ‘দেখতে তো এটা মিরপুরের উইকেটের চেয়ে আলাদা। কেমন আচরণ করে, এখন এটাই দেখতে হবে।’ তবে সিরিজে খেলে ‘দেখার’ আগেই চট্টগ্রামের উইকেটকে ভালোর সনদ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, ‘সব সময়ই আমরা জেনেছি যে ক্রিকেট খেলার জন্য চট্টগ্রাম ভালো একটা গ্রাউন্ড। দুই দলই এখানে এনজয় করবে।’

আর দুই দলই ‘এনজয়’ করলে তো জমজমাট একটা সিরিজই অপেক্ষা করছে। তবে প্রথম ম্যাচের আগে মিরপুরের কালো উইকেটে দারুণ টার্ন পাওয়া বাংলাদেশের স্পিনারদের নিয়ে এখনো চিন্তিত শাই হোপ। ক্যারিবীয় অধিনায়ক বললেন, ‘রিশাদ মিরপুরে চমৎকার বোলিং করেছে, কন্ডিশন কাজে লাগিয়ে আমাদের ব্যাটারদের সমস্যায় ফেলেছিল। কিন্তু এটা নতুন সিরিজ, নতুন উইকেট। তবে লক্ষ্য একই, আগের ভুলগুলো থেকে শেখা।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশও যে ভুল করেনি, তা নয়। শেষ ওয়ানডেতে সাইফ-সৌম্যর দেড় শ পেরোনো জুটির সুবাদে বড় ব্যবধানে জিতলেও আগের দুই ম্যাচে দলের ব্যাটিং ছিল নড়বড়ে। দুর্বল টেকনিক, বাজে শট নির্বাচন ও প্রিডিটারমাইন্ডেড শট খেলার বরাবরের প্রবণতা ছিল এই সিরিজেও। আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে দলের কাছে ব্যাটিং দৃঢ়তা দেখতে চান লিটন। দেখতে চান ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে ফেরার দক্ষতাও। অধিনায়কের ভাষায়, ‘আমাদের খেলোয়াড়েরা এই সংস্করণে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, আমাদের জন্য ততই ভালো হবে।’

দলের ব্যাটিং নিয়েও বললেন লিটন, ‘কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডার ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারে গ্যাপ। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার ভালো করছে, তখন মনে হবে মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারে গ্যাপ, তবে ব্যাপারটা এমন নয়। যারাই মিডল অর্ডারে খেলছে, অনেক দিন ধরেই পরীক্ষিত, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দু-একটা সিরিজে এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় খেলোয়াড়ও ব্যর্থ হয়। আমরাও হব। সেটা কীভাবে কাটিয়ে ওটা যায়, এটা নিয়ে কাজ করছি এবং আমার মনে হয়, শিগগির এটা কাটিয়ে উঠতে পারব।’

লিটনের কাটিয়ে ওঠার আশাটা দেশের ক্রিকেটপ্রেমীদেরও।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

'এল ক্লাসিকো'তে আজ মুখোমুখি রিয়াল-বার্সা, বদলা নিতে প্রস্তুত মাদ্রিদ

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এবার 'এল ক্লাসিকো'তে বার্সার একাধিপত্যের ইতি টেনে বদলা নিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের ডেরা বার্নাব্যুতে আজ মৌসুমের প্রথম ক্লাসিকো।

১ দিন আগে

ভারতে যৌন হয়রানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

ইনডোরে চলছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচ চলাকালীন চাঞ্চল্য সৃষ্টি করেছে মাঠের বাইরের খবর। সেটা হলো- ভারতের ইনডোরে যৌন হয়রানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

২ দিন আগে

যে কারণে টি-টোয়েন্টিতে নেই সৌম্য

টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের মতো উইকেটে দারুণ খেলা সৌম্য কেন নেই টি-টোয়েন্টি দলে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গণমাধ্যমকে তিনি জানান, টপঅর্ডারে নিয়মিতদের নে

২ দিন আগে

উইন্ডিজকে গুঁড়িয়ে ওয়ানডেতে দেড় বছর পর মিলল সিরিজ জয়

বাংলাদেশের ২৯৬ রানের বিশাল সংগ্রহের জবাবে ৩০.১ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে গেলেন ক্যারিবীয় ব্যাটাররা। ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচে তাই বাংলাদেশর পক্ষে এলো ১৭৯ রানের বিশাল জয়। সঙ্গে এলো দেড় বছরেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদও।

৪ দিন আগে