ফের অর্থ বিভাগের দায়িত্বে নাজমুল ইসলাম

ডেস্ক, রাজনীতি ডটকম

নানা নাটকীয়তা ও ক্রিকেটারদের তীব্র প্রতিবাদের মুখে পদ হারানো এম নাজমুল ইসলাম আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ ‘অর্থ কমিটির চেয়ারম্যান’ পদে ফিরেছেন।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির দীর্ঘ এক বোর্ড সভা শেষে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকালের সভায় বিপিএল, আসন্ন বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার টেবিলে ছিল। সেই সভাতেই আনুষ্ঠানিকভাবে নাজমুলের হাতে আগের দায়িত্ব তুলে দেওয়া হয়।

দায়িত্ব ফিরে পাওয়ার পর নাজমুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই এটি নিয়ে আলাপ চলছিল। অবশেষে গতকালের বোর্ড সভায় আমাকে আনুষ্ঠানিকভাবে পদটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতেই বিশ্বকাপ ইস্যুতে জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন নাজমুল।

এরপর ক্রিকেটারদের ‘খরচ’ ও ‘টাকা ফেরত’সংক্রান্ত একাধিক মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের জোরালো দাবির মুখে শেষ পর্যন্ত তাকে পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল বোর্ড।

পদ হারানোর পাশাপাশি নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বিসিবি। তবে তার দেওয়া ব্যাখ্যায় বোর্ড সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেন বলেন, নাজমুল ইসলাম শৃঙ্খলা বিভাগের কাছে তার জবাব পাঠিয়েছিলেন। বিসিবির শৃঙ্খলা বিভাগ তার উত্তরে সন্তোষ প্রকাশ করেছে এবং বিষয়টি নিষ্পত্তি করেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

ভারত ও আইসিসির সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে শুক্রবার বিপিএলের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপে খেলতে না পারে। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা এবং ম্যাচ

২ দিন আগে

পাকিস্তান বধ করে সাফ ফুটসালের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ পেয়ে সেই পরাজয়ের হারটা যেন সুদে-আসলে নিয়ে নিল বাংলার বাঘিনীরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও

৩ দিন আগে

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার নতুন সহযোগিতা চুক্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

৩ দিন আগে

আইসিসি সুবিচার করেনি, সিদ্ধান্ত বদলে সুযোগ নেই: আসিফ নজরুল

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটির কোনো পরিবর্তন হয়নি। ফলে সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই।

৩ দিন আগে