আইসিসি সুবিচার করেনি, সিদ্ধান্ত বদলে সুযোগ নেই: আসিফ নজরুল

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে বাংলাদেশকে সমর্থন না করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সুবিচার করেনি বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এ অবস্থায় বিশ্বকাপ থেকে বাদ পড়তে হলেও বাংলাদেশের পক্ষে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তিনি বাংলাদেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসি আজকের মধ্যে বাংলাদেশকে এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বললেও তারা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় খেলার জন্য লড়াই চালিয়ে যাবেন।

ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ভারতের টি-টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের দল থেকে বাদ দেয় বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। এরপরই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায়।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের দুই ম্যাচ পড়েছে ভারতের কলকাতায়, তৃতীয়টি মুম্বাইয়ে। উদ্ভূত পরিস্থিতিতে আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি জানায়, বাংলাদেশের খেলাগুলো টুর্নামেন্টের সহআয়োজক শ্রীলংকায় স্থানান্তর করা হোক। প্রয়োজনে বাংলাদেশের গ্রুপ বদলে দেওয়া হোক।

এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। ভিডিও কলে কথা হয়েছে। আইসিসির একজন কর্মকর্তা ঢাকা এসে সরাসরি বৈঠকও করেছেন। সবশেষ গতকাল বুধবার আইসিসির বৈঠকে পাকিস্তান ছাড়া বাকি সব সদস্য দেশই এ ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। তাতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়, বাংলাদেশ যদি ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হবে।

এ সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয় বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। এ প্রেক্ষাপটেই আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটির কোনো পরিবর্তন হয়নি। ফলে সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই।

আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এখনো বিশ্বকাপের ম্যাচ শ্রীলংকাতেই আমরা খেলতে চাই। এ জন্য লড়াই চালিয়ে যাব।

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত। বাংলাদেশ ক্রিকেট দলে লিটন আছে, মিরাজ আছে, নাজমুল আছে, সোহান, তামিম— সবারই ভক্ত। স্বভাবতই আমরা সবাই চেয়েছি, আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে।

তিনি আরও বলেন, কিন্তু ভারতে খেলর ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা ঝুঁকি, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটি কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটি একটি সত্যিকারের ঘটনা থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত থেকে বের করে দিয়েছে। সোজা কথা, বের করে দিতে বলেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির

পিসিবির ই-মেইলের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ধারণা করা হচ্ছে, এতে আইসিসির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আইসিসি এখনো অনড় রয়েছে এবং বিশ্বকাপের সূচি পরিবর্তন না করার পাশাপাশি বাংলাদেশকে ভারতে খেলতেই হবে এই বার্তাই তারা বিসিবিকে গত সপ্তাহে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কা যৌ

১ দিন আগে

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি ভেন্যু পরিবর্তন করবে না— একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এবার আরও বড় খবর দিল ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি— বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে সেই জায়গা পূরণে স্কটল্যান্ডকে ডাকবে আইসিসি।

৩ দিন আগে

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেও অভিহিত করেছে তারা।

৩ দিন আগে

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

নেপালের কাঠমান্ডুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

৪ দিন আগে