ইতিহাস

নড়াইলে ৪০০ বছরের প্রাচীন মসজিদ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৮: ০৭
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ৪০০ বছরের পুরনো মুন্সিবাড়ির মসজিদ। ছবি : রাজনীতি ডটকম

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে অবস্থিত মুন্সিবাড়ির মসজিদ স্থানীয়দের কাছে এক রহস্যময় ইতিহাসের সাক্ষী। জনশ্রুতি অনুযায়ী, মোগল আমলে এক রাতেই জ্বীনদের সহায়তায় এই মসজিদ ও সামনের পুকুরটি নির্মিত হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ৪০০ বছরের পুরনো মসজিদটির সামনেই রয়েছে একটি পুকুর। সেখানে অজু করার জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। মসজিদটি ছোট ইট ও চুন-সুরকি দিয়ে তৈরি, যার ছাদে চারটি মিনার ও একটি বড় গম্বুজ রয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূইয়া দাবি করেন, নড়াইলে এই মুন্সিবাড়ির মসজিদটিই সবচেয়ে পুরনো। তবে এ মসজিদের বিস্তারিত ইতিহাস জানা যায় না।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

যে ভিটামিনের অভাবে নখ ভেঙে যায়

নখ আমাদের শরীরের স্বাস্থ্যের দিকে ইঙ্গিত দেয়। নখে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে শরীরে কিছু না কিছু সমস্যা রয়েছে। অনেকের নখ দুর্বল হয় এবং সহজেই ভেঙে যায়। এটি শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতির লক্ষণ হতে পারে।

১৪ দিন আগে

রাতে ঘুমানোর আগে এলাচ খেলে মিলবে যে উপকার

এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে সেটা নয়। নিয়মিত এলাচ খাওয়ার রয়েছে অনেক উপকার। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্কের চমৎকার উৎস এই মসলা। প

১৬ দিন আগে

ডাক্তার না হয়ে যেভাবে গীতিকার হয়ে ওঠেন 'গাজী মাজহারুল'

পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গুণী এই গীতিকবি। গানগুলো হচ্ছে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ ও ‘একবার যেতে দে না’।

১৬ দিন আগে

উত্তম কুমার— বাংলা চলচ্চিত্রের মহানায়নকের জন্মদিন

চলচ্চিত্র ছেড়ে দেবো করতে করতেই পাহাড়ি সান্যালের হাত ধরে অভিনয় করেন ‘বসু পরিবার’ ছবিতে। ১৯৫২ সালের সে ছবিটি বেশ নজর কাড়ে অনেকের। ১৯৫৩ সালে মুক্তি পায় ‘সাড়ে চুয়াত্তর’। সুচিত্রা সেনের বিপরীতে উত্তমের এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার! উত্তম কুমারের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠারও সূচনা তার সঙ্গে।

১৭ দিন আগে