ভূমিকম্পে করণীয়-বর্জনীয়

শাহরিয়ার শরীফ
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২৩: ০৯
প্রতীকী ছবি

শুক্র ও শনিবার জুড়ে ৩১ ঘণ্টার ব্যবধানে চারটি ভূমিকম্প বাংলাদেশের মানুষকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে । শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের কম্পনের পর শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় পরপর দুদফা ভূকম্পন রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

এমন পরিস্থিতিতে ভূমিকম্পের সময় কী করা উচিত—কী করা উচিত না তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একগুচ্ছ পরামর্শ ও বিশেষজ্ঞদের মতামত।

ভূমিকম্পে কী করবেন

  • আতঙ্কিত হবেন না, স্থির থাকার চেষ্টা করুন।
  • বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল/ডেস্ক বা শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।
  • রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বের হয়ে আসুন।
  • বিম, কলাম ও পিলারের কাছে আশ্রয় নিন।
  • স্কুলে থাকলে স্কুলব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ/টেবিলের নিচে আশ্রয় নিন।
  • ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে যান।
  • গার্মেন্টস, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে ভিড় এড়িয়ে মাথা ঢেকে বসে থাকুন।
  • চাপা পড়ে গেলে মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং খুব বেশি নড়াচড়া করবেন না।
  • কম্পন থেমে গেলে সিঁড়ি দিয়ে দ্রুত খোলা জায়গায় বের হন।
  • গাড়িতে থাকলে সেতু, উড়ালসড়ক, গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান এবং ভিতরে থাকুন।
  • বাড়িতে ব্যাটারিচালিত রেডিও, টর্চ, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন।
  • ভবন নির্মাণে সঠিক বিল্ডিং কোড মেনে চলুন।
  • ঘরের জানালা, কাঁচের আলমারি বা ঝুলন্ত আলো থেকে দূরে যান, কারণ এগুলো ভেঙে পড়ে আঘাত করতে পারে।
  • পরিবার নিয়ে আগে থেকেই “মিটিং পয়েন্ট” ঠিক রাখুন— ভূমিকম্পের পর সবাই কোন স্থানে মিলিত হবেন তা নির্ধারণ করুন।
  • জরুরি যোগাযোগ নম্বর ও গুরুত্বপূর্ণ নথি (আইডি, ডকুমেন্ট) একস্থানে রাখুন।
  • প্রতিবেশী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের আগে সহায়তা করুন।
  • কম্পন থামার পর গ্যাস লাইন, বৈদ্যুতিক সংযোগ ও পানির লাইন পরীক্ষা করুন; সন্দেহ হলে কর্তৃপক্ষকে জানান।
  • ছোটখাটো আগুন দেখা গেলে দ্রুত নেভানোর চেষ্টা করুন এবং বড় আগুন হলে ফায়ার সার্ভিসকে জানান।
  • ল্যান্ডলাইন বা মোবাইল কল কম ব্যবহার করুন, জরুরি সেবা যেন ব্যস্ত না হয়ে পড়ে।
  • বিদেশে থাকলে বা ভবনের ভেতর আটকে গেলে মোবাইল দিয়ে টেক্সট বা লোকেশন পাঠানোর চেষ্টা করুন, কারণ বার্তা কলের চেয়ে সহজে পৌঁছায়।
  • বড় ভবনে থাকলে “ডাক–কভার–হোল্ড” (Duck–Cover–Hold) পদ্ধতি অনুসরণ করুন—মাথা ঢেকে মজবুত কাঠামোর নিচে ধরুন।
  • পুলিশ, ফায়ার সার্ভিস বা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করুন।

ভূমিকম্পে কী করবেন না

  • আতঙ্কে দৌড়াদৌড়ি করবেন না।
  • লিফট ব্যবহার করবেন না।
  • ওপর তলা থেকে লাফ দেবেন না।
  • দরজার সামনে ভিড় বা ধাক্কাধাক্কি করবেন না।
  • ঘরের বাইরে উঁচু ভবন, গাছ বা বৈদ্যুতিক খুঁটির পাশে অবস্থান করবেন না।
  • ভাঙা দেয়ালের নিচে নড়াচড়া করবেন না।
  • গাড়ি নিয়ে সেতু বা ওভারপাসের নিচে অবস্থান করবেন না।
  • গ্যাস লাইন চালু রেখে চুলা জ্বালানো বা ইলেকট্রিক সুইচ অন করবেন না, আগুন লাগতে পারে।
  • লোহার দরজা, গেট বা লিফটের কাছে দাঁড়াবেন না। এসব জায়গায় কম্পন বেশি অনুভূত হয়।
  • গুজব ছড়াবেন না, ভুল তথ্য আতঙ্ক বাড়িয়ে দেয়।
  • জরুরি নম্বরগুলোতে অকারণে ফোন করবেন না।
  • শিশু বা বয়স্কদের থেকে আলাদা হয়ে দৌড়ে পালাবেন না, তাদের ঝুঁকিতে ফেলতে পারেন।
  • বুকডাউন বা ট্রাফিক ব্লক সৃষ্টি করবেন না, উদ্ধার কাজ ব্যাহত হয়।
  • ক্ষতিগ্রস্ত ভবনে দ্রুত ঢোকার চেষ্টা করবেন না। আফটারশকে ধসের ঝুঁকি থাকে।

বাংলাদেশ কম ভূমিকম্পপ্রবণ দেশ হলেও ঝুঁকির দিক দিয়ে অবস্থান ওপরের দিকে। তাই ভূমিকম্পে প্রাণক্ষয় কমাতে মহড়া বাড়ানোর পাশাপাশি সচেতনতা তৈরিতে জোর দিতে হবে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

৭ দিন আগে

মা হলেন ক্যাটরিনা

সন্তানের মা-বাবা মা হলেন বলিউডের জনপ্রিয় তারকাশিল্পী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ এক বিবৃতিতে খবরটি জানিয়েছেন এ দুই তারকা।

১৫ দিন আগে

শীতকালে মধু খাওয়ার উপকারিতা

মধু মূলত একটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন ভেষজ তরল। এটি চিনির চেয়ে অনেক মিষ্টি। মধুতে রয়েছে উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ, যা যকৃতে গ্রাইকোজেনের রিজার্ভ গড়ে তোলে। রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা ভালো থাকে। এটি মানবদেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে নিয়মিত মধু পানে রোগ-বালাই কমে। ঠান্ডায় মধ

১৬ দিন আগে

উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ

১৮ দিন আগে