বিজ্ঞান

নাগরিকের প্রথম পরিচয়: জন্মসনদ যেভাবে করবেন

শানজীদা শারমিন
আপডেট : ১১ মে ২০২৫, ১৭: ১১
প্রতিকী ছবি

শামীম ও রোজিনা দম্পতির সদ্য জন্ম নেওয়া তাদের প্রথম সন্তান আলিফের জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েছিলেন। আলিফের বয়স তখন মাত্র ১০ দিন। তাঁরা জানতেন—সরকার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে উৎসাহিত করে। ডিজিটাল সেন্টারের অপারেটর শরীফ তাদের জানালেন, আলিফের জন্ম নিবন্ধনের জন্য কোনো ফি লাগবে না। কারণ:

জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনে ফি লাগে না

  • ১ মাসের মধ্যে ফি ৫০ টাকা
  • ১-৩ মাসের মধ্যে ফি ১০০ টাকা
  • ৩ মাসের বেশি হলে ফি ২০০

আলিফের জন্ম নিবন্ধনের জন্য লাগবে:

  • পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি
  • হাসপাতালের ছাড়পত্র বা টিকা কার্ড বা জন্মের স্থান ও সময় উল্লেখ রয়েছে এমন কাগজ
  • পাসপোর্ট সাইজ ছবি

শামীম ও রোজিনা কাগজগুলো—জমা দিলেন। অপারেটর শরীফ আলিফের জন্ম নিবন্ধনের ফর্মটি অনলাইনে পূরণ করে সাবমিট করলেন। শরীফ বললেন, ‘এটি সফলভাবে জমা হয়ে গেছে। সনদটি ইউনিয়ন পরিষদ থেকে যাচাই হতে কিছুটা সময় নেবে। তিন থেকে সাত দিন পর সনদপত্রটি রেডি হয়ে যাবে।’

তবে শামীম ও রোজিনা চাইলে, ইউনিয়ন পরিষদে না গিয়ে এ কাজ অনলাইনে সম্পন্ন করতে পারতেন। তারা bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন জমা দিতে পারতেন। তারা ‘জন্ম নিবন্ধন আবেদন’ অপশনে ক্লিক করে সহজেই ফর্ম পূরণ করতে পারতেন। ওয়েবসাইটে তাদের প্রয়োজনীয় তথ্য, যেমন—সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, পিতা-মাতার নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য পূরণ করতে হতো।

জন্ম সনদে থাকা বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি, হাসপাতালের ছাড়পত্র বা টিকা কার্ড বা জন্মের স্থান ও সময় উল্লেখকারী কাগজ স্মার্টফোনে ‍স্ক্যান করে আপলোড করতে পারতেন।

ফরম পূরণ ও ডকুমেন্ট আপলোড করার পর, ফি পরিশোধ করতে হতো। পরিশোধ শেষে অটোমেটিক চালান নম্বর পাওয়া যেত এবং সনদ পেতে এক থেকে তিন দিন সময় লাগতো।

তবে, চূড়ান্ত সনদপত্র ইউনিয়ন পরিষদে গিয়েই আনতে হতো। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর, শামীম ও রোজিনা তাদের আবেদনের ট্র্যাকিং নম্বর এবং সনদের প্রস্তুতির স্ট্যাটাস দেখে সনদ প্রস্তুত হয়েছে কিনা নিশ্চিত হতে পারতেন। তিন থেকে সাত দিনের মধ্যে যখন সনদপত্রটি প্রস্তুত হয়ে যেত, তখন তারা ইউনিয়ন পরিষদে গিয়ে সনদটি সংগ্রহ করতে পারতেন।

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

নাগরিকদের সরকারি সেবা দিতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গার নাগরিক সেবা কেন্দ্রগুলোতে ব্র্যান্ডিং, ইউনিফর্ম, সনদপত্র, কম্পিউটার ও ফার্নিচারের জন্য বিশেষ সহায়তা এবং সহজ শর্তে অর্থায়ন সুবিধার কথা জানানো হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ ও মানসম্মত ইন্টারনেট সংযোগের সুবিধাও নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

কবি রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

১৩ দিন আগে

সমগীতের নতুন গান ‘ধর্ম যার যার’, ভিডিও উৎসব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধ

১৪ দিন আগে

ক্যারল অ্যান ডাফির কবিতা— রাষ্ট্র/ভোজ

প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের বৃহস্পতিবার প্রথম পাতা সাজিয়েছে ট্রাম্পের সফর নিয়েই। সেখানে মূল সংবাদের পাশেই স্থান পেয়েছে ব্রিটিশ ‘পোয়েট লরিয়েট’ তথা রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত কবি ক্যারল অ্যান ডাফির কবিতা STATE/BANQUET। বিশ্বব্যবস্থা যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, তারই এক মূর্ত

১৫ দিন আগে

লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র গ্র্যান্ড প্রিমিয়ার

কানাডা প্রবাসী হলেও দেশের টানে এই ফিল্ম নির্মাণ করেছেন শিল্পী লুমিন। তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু ও মিডিয়ার প্রিয় মানুষ ডা. আশীষ না থাকলে এটি সম্ভব হতো না। আগত সব অতিথি ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

২২ দিন আগে