অরুণ কুমার
গ্রিক দার্শনিক প্লেটো। মানুষের মনস্ততত্ব নিয়েই তিনি ভাবতেন। কিন্তু মানুষের সংজ্ঞা তাঁর কাছে কেমন ছিল? খুব ভালো ধারণা থাকাই স্বাভাবিক। কিন্তু প্লেটো রসিক মানুষ ছিলেন। তাই মানুষের স্বরূপ নিয়েও রসিকতা করতে ছাড়েননি। প্লেটো একবার দিয়েছেলেন মানুষের বিদঘুটে এক সংজ্ঞা।
তিনি বলেছিলেন, ‘মানুষ হলো পালকহীন দ্বিপদী প্রাণী।’
এই সংজ্ঞা শুনে তো অন্যদের আক্কেলগুড়ুম। কিছুতেই একে সিরিয়াস সংজ্ঞার কাতারে ফেলা যায় না। তবে রসিকতার জবাব রসিকতা করে দিলেই লড়াইটা জমে ভালো।
সেকালের দার্শিনেকরা পরস্পরের বন্ধু যেমন ছিলেন, একে-অন্যে কাদা ছোড়াছুড়িও তাঁরা কম করেননি। তবে আরেক দার্শনিক ডায়োজেনিস প্লেটোর মানুষের সংজ্ঞার জবাবে যা করলেন, সেটা স্রেফ মজা করার জন্যই করেছিলেন, নাকি, রাগবশে করেছিলেন, সেটা জানা যায় না। তিনি একটা মুরগি জবাই করেন। সেটার সব পালক ফেলে দিয়ে পাঠান প্লেটোকে।
আর বললেন, তুমি মানুষের সংজ্ঞায় বলেছ সেটা যদি ঠিক হয়, এটাই তাহলে মানুষ!
গ্রিক দার্শনিক প্লেটো। মানুষের মনস্ততত্ব নিয়েই তিনি ভাবতেন। কিন্তু মানুষের সংজ্ঞা তাঁর কাছে কেমন ছিল? খুব ভালো ধারণা থাকাই স্বাভাবিক। কিন্তু প্লেটো রসিক মানুষ ছিলেন। তাই মানুষের স্বরূপ নিয়েও রসিকতা করতে ছাড়েননি। প্লেটো একবার দিয়েছেলেন মানুষের বিদঘুটে এক সংজ্ঞা।
তিনি বলেছিলেন, ‘মানুষ হলো পালকহীন দ্বিপদী প্রাণী।’
এই সংজ্ঞা শুনে তো অন্যদের আক্কেলগুড়ুম। কিছুতেই একে সিরিয়াস সংজ্ঞার কাতারে ফেলা যায় না। তবে রসিকতার জবাব রসিকতা করে দিলেই লড়াইটা জমে ভালো।
সেকালের দার্শিনেকরা পরস্পরের বন্ধু যেমন ছিলেন, একে-অন্যে কাদা ছোড়াছুড়িও তাঁরা কম করেননি। তবে আরেক দার্শনিক ডায়োজেনিস প্লেটোর মানুষের সংজ্ঞার জবাবে যা করলেন, সেটা স্রেফ মজা করার জন্যই করেছিলেন, নাকি, রাগবশে করেছিলেন, সেটা জানা যায় না। তিনি একটা মুরগি জবাই করেন। সেটার সব পালক ফেলে দিয়ে পাঠান প্লেটোকে।
আর বললেন, তুমি মানুষের সংজ্ঞায় বলেছ সেটা যদি ঠিক হয়, এটাই তাহলে মানুষ!
কবি রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
১৩ দিন আগেঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধ
১৫ দিন আগেপ্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের বৃহস্পতিবার প্রথম পাতা সাজিয়েছে ট্রাম্পের সফর নিয়েই। সেখানে মূল সংবাদের পাশেই স্থান পেয়েছে ব্রিটিশ ‘পোয়েট লরিয়েট’ তথা রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত কবি ক্যারল অ্যান ডাফির কবিতা STATE/BANQUET। বিশ্বব্যবস্থা যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, তারই এক মূর্ত
১৫ দিন আগেকানাডা প্রবাসী হলেও দেশের টানে এই ফিল্ম নির্মাণ করেছেন শিল্পী লুমিন। তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু ও মিডিয়ার প্রিয় মানুষ ডা. আশীষ না থাকলে এটি সম্ভব হতো না। আগত সব অতিথি ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
২২ দিন আগে