শরিফুল হাসান
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদে না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ঈদ করতে পারবেন— এমন প্রত্যাশা করেন তিনি। শুক্রবার (১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গাকে নিয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের ভাষায় বলেন, ‘এই ঈদে পাইরতাম নো। সামনর ঈদত যেন অনারা নিজর বাড়িত যাইয়েরে ঈদ গরিন ফারন।’ (এই ঈদে পারব না। সামনের ঈদ যেন আপনারা নিজেদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন।)
আমি জানি না, ড. মুহাম্মদ ইউনূসের হাতে কী জাদু আছে যে আগামী বছরের মার্চে যখন ঈদ হবে সেই ঈদ রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে— এমন কথা তিনি বলতে পারেন। এটা কি শুধুই প্রত্যাশার কথা? নাকি তার সরকারের কূটনৈতিক কোনো কৌশল আছে?
জাতিসংঘ মহাসচিব বছর দুই আগে বলেছিলেন, শিগগিরই তিনি রোহিঙ্গাদের ফেরার সম্ভাবনা দেখেন না। এবার তিনি বললেন, তহবিলের কাটছাঁটের ফলে নাটকীয় প্রভাব পড়বে রোহিঙ্গা শরণার্থীদের ওপর।
আর ড. ইউনূস আগামী ঈদের আশার কথা বললেন। তিনি যখন বলেছেন, নিশ্চয়ই তিনি রাজনৈতিক নেতাদের মতো শুধু কথার কথা বলেননি। তার এই কথা সত্যি হলে বাংলাদেশের জন্য বিষয়টি হবে অনেক বড়। তবে আমি শুধু আপনাদের একটা অঙ্ক বলি।
উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে এখন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আশ্রয় শিবিরে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুর সংখ্যাই ৫ লাখ। প্রতিবছর ক্যাম্পে নতুন করে ৩০ হাজার শিশু যুক্ত হচ্ছে। বিয়েও হচ্ছে ব্যাপক। নতুন-পুরোনো মিলিয়ে প্রতিদিন রোহিঙ্গার সংখ্যা বাড়ছেই। তারপরও যদি ধরি কাল থেকেই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে শুরু করেছে, তাহলে ১২ লাখ রোহিঙ্গার ফিরতে কতদিন লাগবে জানেন?
চলুন, অঙ্কটা মেলানোর চেষ্টা করি। ২০১৮ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যেকার চুক্তি অনুযায়ী প্রতিদিন ৩০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা। সে অনুযায়ী, কাল থেকে যদি অব্যাহতভাবে বছরের ৩৬৫ দিন ৩০০ করে রোহিঙ্গা ফেরে, তাহলে বছরে ফিরবে এক লাখ। এই হিসাবে ১২ লাখ লোকের ফিরতে লাগবে অন্তত ১২ বছর।
সাপ্তাহিক ছুটির কারণে সপ্তাহের দুদিন যদি প্রত্যাবাসন বন্ধ থাকে, তাহলে সময় লাগবে ১৫ বছর। আর যদি দিনে ৩০০’র বদলে ২০০ জন করে ফেরে, তাহলে সময় লাগেব প্রায় ২৪ বছর!
কিন্তু এই সময়ে নতুন করে কত শিশুর জন্ম হবে? সহজ অঙ্কটা বেশ জটিল হয়ে গেল, তাই না? আর সেই জটিলতায় যদি যোগ হয় এমন বাস্তবতা যে গত সাত বছরে একজনও ফেরেনি, কবে থেকে ফিরবে কেউ জানে না, এমনকি আদৌ ফিরবে কি না তাও জানা নেই— তাহলে সামনে আসে কেবলই এক অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তায় সামনে দাঁড়িয়ে ১২ লাখ রোহিঙ্গা এবং বাংলাদেশও।
এর মধ্যে কোন জাদুবলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদে না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ঈদ করতে পারবেন, দেখা যাক। জানি না তিনি কতজন রোহিঙ্গার ফেরার কথা বলছেন, কত সময়ের কথা বলেছেন। তারপরও আশায় থাকলাম যে আগামী মার্চের মধ্যে রোহিঙ্গারা অন্তত ফিরতে শুরু করবে।
আমি মনে করি, সব রোহিঙ্গাদের যদি মিয়ানমারে ফেরত পাঠানো যায় সেটি হবে বাংলাদেশের জন্য বিরাট এক অর্জন!
আমি সবসময় বলি, আমার ভয় হয়। জাতিসংঘ থেকে শুরু করে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যে দুর্বল ভূমিকা দেখি, তাতে রোহিঙ্গাদের কখনো মিয়ানমারে ফেরত পাঠানো নাও যেতে পারে। আশা করছি, আমার এসব আশঙ্কা মিথ্যা প্রমাণিত হবে। আশা করি, বাংলাদেশ এবার অন্তত ব্যর্থ হবে না। শুভ কামনা ড. মুহাম্মদ ইউনূস।
লেখক: অভিবাসন বিশেষজ্ঞ, কলামিস্ট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদে না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ঈদ করতে পারবেন— এমন প্রত্যাশা করেন তিনি। শুক্রবার (১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গাকে নিয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের ভাষায় বলেন, ‘এই ঈদে পাইরতাম নো। সামনর ঈদত যেন অনারা নিজর বাড়িত যাইয়েরে ঈদ গরিন ফারন।’ (এই ঈদে পারব না। সামনের ঈদ যেন আপনারা নিজেদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন।)
আমি জানি না, ড. মুহাম্মদ ইউনূসের হাতে কী জাদু আছে যে আগামী বছরের মার্চে যখন ঈদ হবে সেই ঈদ রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবে— এমন কথা তিনি বলতে পারেন। এটা কি শুধুই প্রত্যাশার কথা? নাকি তার সরকারের কূটনৈতিক কোনো কৌশল আছে?
জাতিসংঘ মহাসচিব বছর দুই আগে বলেছিলেন, শিগগিরই তিনি রোহিঙ্গাদের ফেরার সম্ভাবনা দেখেন না। এবার তিনি বললেন, তহবিলের কাটছাঁটের ফলে নাটকীয় প্রভাব পড়বে রোহিঙ্গা শরণার্থীদের ওপর।
আর ড. ইউনূস আগামী ঈদের আশার কথা বললেন। তিনি যখন বলেছেন, নিশ্চয়ই তিনি রাজনৈতিক নেতাদের মতো শুধু কথার কথা বলেননি। তার এই কথা সত্যি হলে বাংলাদেশের জন্য বিষয়টি হবে অনেক বড়। তবে আমি শুধু আপনাদের একটা অঙ্ক বলি।
উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে এখন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আশ্রয় শিবিরে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুর সংখ্যাই ৫ লাখ। প্রতিবছর ক্যাম্পে নতুন করে ৩০ হাজার শিশু যুক্ত হচ্ছে। বিয়েও হচ্ছে ব্যাপক। নতুন-পুরোনো মিলিয়ে প্রতিদিন রোহিঙ্গার সংখ্যা বাড়ছেই। তারপরও যদি ধরি কাল থেকেই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে শুরু করেছে, তাহলে ১২ লাখ রোহিঙ্গার ফিরতে কতদিন লাগবে জানেন?
চলুন, অঙ্কটা মেলানোর চেষ্টা করি। ২০১৮ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যেকার চুক্তি অনুযায়ী প্রতিদিন ৩০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা। সে অনুযায়ী, কাল থেকে যদি অব্যাহতভাবে বছরের ৩৬৫ দিন ৩০০ করে রোহিঙ্গা ফেরে, তাহলে বছরে ফিরবে এক লাখ। এই হিসাবে ১২ লাখ লোকের ফিরতে লাগবে অন্তত ১২ বছর।
সাপ্তাহিক ছুটির কারণে সপ্তাহের দুদিন যদি প্রত্যাবাসন বন্ধ থাকে, তাহলে সময় লাগবে ১৫ বছর। আর যদি দিনে ৩০০’র বদলে ২০০ জন করে ফেরে, তাহলে সময় লাগেব প্রায় ২৪ বছর!
কিন্তু এই সময়ে নতুন করে কত শিশুর জন্ম হবে? সহজ অঙ্কটা বেশ জটিল হয়ে গেল, তাই না? আর সেই জটিলতায় যদি যোগ হয় এমন বাস্তবতা যে গত সাত বছরে একজনও ফেরেনি, কবে থেকে ফিরবে কেউ জানে না, এমনকি আদৌ ফিরবে কি না তাও জানা নেই— তাহলে সামনে আসে কেবলই এক অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তায় সামনে দাঁড়িয়ে ১২ লাখ রোহিঙ্গা এবং বাংলাদেশও।
এর মধ্যে কোন জাদুবলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদে না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ঈদ করতে পারবেন, দেখা যাক। জানি না তিনি কতজন রোহিঙ্গার ফেরার কথা বলছেন, কত সময়ের কথা বলেছেন। তারপরও আশায় থাকলাম যে আগামী মার্চের মধ্যে রোহিঙ্গারা অন্তত ফিরতে শুরু করবে।
আমি মনে করি, সব রোহিঙ্গাদের যদি মিয়ানমারে ফেরত পাঠানো যায় সেটি হবে বাংলাদেশের জন্য বিরাট এক অর্জন!
আমি সবসময় বলি, আমার ভয় হয়। জাতিসংঘ থেকে শুরু করে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যে দুর্বল ভূমিকা দেখি, তাতে রোহিঙ্গাদের কখনো মিয়ানমারে ফেরত পাঠানো নাও যেতে পারে। আশা করছি, আমার এসব আশঙ্কা মিথ্যা প্রমাণিত হবে। আশা করি, বাংলাদেশ এবার অন্তত ব্যর্থ হবে না। শুভ কামনা ড. মুহাম্মদ ইউনূস।
লেখক: অভিবাসন বিশেষজ্ঞ, কলামিস্ট
স্লোগান বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিছ্ছেদ্য অংশ। ব্রিটিশবিরোধী আন্দোলনে স্লোগানের ব্যবহার ছিল। “ব্রিটিশ হটাও, দেশ বাঁচাও”; “বিদেশি পণ্য বর্জন করো, দেশি পণ্য ব্যবহার করো”; “তুমি আমি স্বদেশি, স্বদেশি স্বদেশি” “আমরা লড়ব, আমরা জিতব” ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এরূপ অনেক স্লোগানই রাজনৈতিক সচেতন
৪ দিন আগে২২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । তাতে প্রধান শিক্ষকরা আগে কত টাকা বেতন ও ভাতা পেতেন, আর দশম গ্রেড বাস্তবায়ন হলে কত পাবেন—তা নিয়ে পরিপূর্ণ হিসাব রয়েছে ।
৪ দিন আগেভিওজিএসএস হলো উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ, স্বার্থ ও অগ্রাধিকারসমূহের বিষয়ে আলোচনা করা, ধারণা ও সমাধান বিনিময় করা, এবং উন্নয়ন সমাধান বিনির্মাণে কণ্ঠ ও উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি অভিন্ন মঞ্চ প্রদানের লক্ষ্যে ভারতের প্রচেষ্টা।
৫ দিন আগেবিংশ শতাব্দীর প্রথম দিকেই খাজা সলিমুল্লাহ, মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী প্রমুখ নেতৃবৃন্দ অনুধাবন করেন যে, ভারতবর্ষ স্বাধীন হলে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির প্রয়োজন হবে। অন্যথায় ভারতবর্ষের বিভিন্ন জাতিগোষ্ঠির মধ্যে গৃহযুদ্ধ লেগেই থাকবে। রা
৯ দিন আগে