
ডেস্ক, রাজনীতি ডটকম

গণমাধ্যমে নারী ও শিশুদের নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন নীতিমালা দেখা যায় না৷ দুই দশকের বেশি সময় ধরে সম্প্রচার গণমাধ্যম চালু হয়েছে কিন্তু এখানেও শিশু বিষয়ক প্রতিবেদনে কি দেখানো হবে বা কি উহ্য রাখা হবে সে বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি৷ ফলে অনেক মিডিয়া লাগামহীনভাবে যা ইচ্ছা তাই করে যাচ্ছে৷ মুরাদনগরে নারীর সাথে মিডিয়া যা করেছে তা দেশের সাংবাদিকতা আরও এক ধাপ পিছিয়ে দিয়ে মবে তারা মনে করেন৷
অবস্থা থেকে উত্তরণের জন্য সচেতনতার পাশাপাশি সাংবাদিক ও গেটকিপারদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন তারা৷
ধর্ষণের ঘটনাকে সংবাদের বড় পণ্য হিসেবে গণ্য করে বড় হেডলাইন, বিভ্রান্তিকর শিরোনাম ও বিভৎস বিবরণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তারা৷ এছাড়াও ভুক্তভোগীকেই দোষারোপ করার সংস্কৃতি বন্ধ করে দায়িত্বশীল, তথ্যভিত্তিক এবং মানবিক সাংবাদিকতা সংস্কৃতি গড়ে তুলতে হবে বলে তারা মনে করেন৷ অন্যথায়, আইনি সহায়তা বিচারের পাওয়ার পরিবর্তে ভিকটিম শুধু হয়রানির মুখোমুখি হবে।

গণমাধ্যমে নারী ও শিশুদের নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন নীতিমালা দেখা যায় না৷ দুই দশকের বেশি সময় ধরে সম্প্রচার গণমাধ্যম চালু হয়েছে কিন্তু এখানেও শিশু বিষয়ক প্রতিবেদনে কি দেখানো হবে বা কি উহ্য রাখা হবে সে বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি৷ ফলে অনেক মিডিয়া লাগামহীনভাবে যা ইচ্ছা তাই করে যাচ্ছে৷ মুরাদনগরে নারীর সাথে মিডিয়া যা করেছে তা দেশের সাংবাদিকতা আরও এক ধাপ পিছিয়ে দিয়ে মবে তারা মনে করেন৷
অবস্থা থেকে উত্তরণের জন্য সচেতনতার পাশাপাশি সাংবাদিক ও গেটকিপারদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন তারা৷
ধর্ষণের ঘটনাকে সংবাদের বড় পণ্য হিসেবে গণ্য করে বড় হেডলাইন, বিভ্রান্তিকর শিরোনাম ও বিভৎস বিবরণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তারা৷ এছাড়াও ভুক্তভোগীকেই দোষারোপ করার সংস্কৃতি বন্ধ করে দায়িত্বশীল, তথ্যভিত্তিক এবং মানবিক সাংবাদিকতা সংস্কৃতি গড়ে তুলতে হবে বলে তারা মনে করেন৷ অন্যথায়, আইনি সহায়তা বিচারের পাওয়ার পরিবর্তে ভিকটিম শুধু হয়রানির মুখোমুখি হবে।

কর্ণফুলীর স্রোতধারার সঙ্গে যুক্ত হয় বঙ্গোপসাগরের আছড়ে পড়া উত্তাল ঢেউ। সেই আনন্দের মাঝেই হঠাৎ যোগ দেয় একদল সশস্ত্র তিব্বতীয় গেরিলা। বঙ্গোপসাগরের ঢেউ আর কর্ণফুলীর স্রোত যেন স্তব্ধ হয়ে যায়। আনন্দে উদ্বেলিত জনতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিব্বতীয়দের দিকে।
১২ দিন আগে
তখন আমাদের চিহ্নিত শত্রু ছিল হানাদার বাহিনী। তাদের সঙ্গে আরও চিহ্নিত হয়েছিল তাদের এ দেশীয় ‘কোলাবোরেটর’ বা সহযোগীরা, যারা ছিল মূলত রাজাকার, আলবদর বা আল শামস বাহিনীর। এরাও চিহ্নিত ছিল। এদের বিরুদ্ধে দেশের মানুষ একাট্টা হয়ে সংগ্রাম করেছে। সেই সংগ্রাম রক্তক্ষয়ী ছিল, বহু মানুষ অকাতরে শহিদ হয়েছে।
১২ দিন আগে
রাজনৈতিক সহিংসতার চক্র যত বড় হয়, ততই সংকুচিত হয় নাগরিকদের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, ভিন্নমতের পরিসর এবং মত প্রকাশের স্বাধীনতা। সামাজিক আস্থাও ক্ষয়ে যায়। আজ একজন হাদি আক্রান্ত,আগামীকাল কে বা কারা টার্গেট হবেন তা কেউ জানে না। সহিংসতা যখন ধীরে ধীরে রাজনৈতিক কৌশলে পরিণত হয়, ‘ব্যবহারযোগ্য হাতিয়ার’ হ
১৩ দিন আগে
আজ যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি মেনে এই মডেলে বিশ্ববিদ্যালয় গঠন করা হয়, তবে খুব দ্রুতই জেলা পর্যায়েও একই দাবি উঠবে। টাঙ্গাইল সেন্ট্রাল ইউনিভার্সিটি, ময়মনসিংহ সেন্ট্রাল ইউনিভার্সিটি কিংবা রাজশাহী কলেজ, বিএম কলেজ, সিলেটের এমসি কলেজের মতো প্রতিষ্ঠানগুলো নিয়েও বিশ্ববিদ্যালয় করার দাবি আসবে।
২০ দিন আগে