প্রতিবেদক, রাজনীতি ডটকম
২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোনো নির্বাচন রাতের আঁধারে আর হবে না। নির্ভয়ে জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু হুরায়রা দাখিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়না ঘরে একজন মানুষও থাকে নাই। কাউকে গুমও করা হয়নি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এদেশকে পিছিয়ে দিয়েছে।
ক্ষমতায় গেলে বছরের পর বছর থাকতে হবে এবং কারচুপি করে ক্ষমতায় থাকার মানসিকতা আমাদেরকে এগুতো দেয়নি। আমরা এ সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জলাই বিপ্লব এটা একটি ঐতিহাসিক ঘটনা। এ বিপ্লবে হাজারের অধিক শহীদ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। আহত হয়ে যারা এখনো হাসপাতালে আছে আমি তাদেরকে দেখতে গিয়েছি। তাদের মধ্যে অনেকের চোখ নাই, অনেকের মুখ নাই, আবার অনেকের বুকের ভেতর গুলি। তারা যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তাদের এই রক্ত বৃথা যেতে দেব না।
তিনি বলেন, সম্প্রতি সচিবালয়ে আগুন ও পার্বত্য জেলা বান্দরবানের লামায় আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম। সচিবালয়ে আগুনের ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী দিনেও কায়েমী স্বার্থবাদী চক্র যদি আবার দেশেকে অস্থিতিশীল করতে চাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক।
২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোনো নির্বাচন রাতের আঁধারে আর হবে না। নির্ভয়ে জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু হুরায়রা দাখিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়না ঘরে একজন মানুষও থাকে নাই। কাউকে গুমও করা হয়নি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এদেশকে পিছিয়ে দিয়েছে।
ক্ষমতায় গেলে বছরের পর বছর থাকতে হবে এবং কারচুপি করে ক্ষমতায় থাকার মানসিকতা আমাদেরকে এগুতো দেয়নি। আমরা এ সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জলাই বিপ্লব এটা একটি ঐতিহাসিক ঘটনা। এ বিপ্লবে হাজারের অধিক শহীদ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। আহত হয়ে যারা এখনো হাসপাতালে আছে আমি তাদেরকে দেখতে গিয়েছি। তাদের মধ্যে অনেকের চোখ নাই, অনেকের মুখ নাই, আবার অনেকের বুকের ভেতর গুলি। তারা যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তাদের এই রক্ত বৃথা যেতে দেব না।
তিনি বলেন, সম্প্রতি সচিবালয়ে আগুন ও পার্বত্য জেলা বান্দরবানের লামায় আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম। সচিবালয়ে আগুনের ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী দিনেও কায়েমী স্বার্থবাদী চক্র যদি আবার দেশেকে অস্থিতিশীল করতে চাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
১৬ ঘণ্টা আগেপ্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিরাপত্তা উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক হয়েছে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, রাশেদ খান ও ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান আহত হয়েছেন। এই লাঠিচার্জের জন্য একটি
১৯ ঘণ্টা আগে