সেনা শহিদদের সমাধিতে স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের প্রত্যয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তাসহ অন্য শহিদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, এই হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সঠিক বিচার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা জানান শহিদদের প্রতি। শ্রদ্ধা জানান শহিদ পরিবারের সদস্যরা।

১৬ বছর আগের এই দিনে বিডিআর বিদ্রোহের নামে ঢাকার পিলখাবায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। সে দিন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই ঘটনার ১৬ বছর পর এ বছরই প্রথম দিনটিকে জাতীয় শহিদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।

শহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নৃশংস এ হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে আমরা জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দিয়েছি। কমিশনকে তিন মাস সময় দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় দোষীদের সঠিক বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা তদন্ত কমিটির পরিবর্তে স্বাধীন কমিশন গঠন করেছি। কমিশন প্রধানকে আপিল বিভাগের বিচারপতি ও বাকি সদস্যদের হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা দেওয়া হয়েছে। তাদের সুপারিশ পেলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিডিআর বিদ্রোহ তথা পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় অনেকে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আদালতের বিষয়। আদালত এরই মধ্যে অনেককে জামিন দিয়েছেন৷ আরও কেউ থাকলে তারাও আদালতের মাধ্যমে জামিন পাবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযো

১৩ ঘণ্টা আগে

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

১৩ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

১৪ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

১৫ ঘণ্টা আগে