হাইকোর্টের স্থগিতাদেশ, আফতাবনগরের বসানো যাবে না পশুর হাট

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫: ৪১
ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন স্থানে বসে অস্থায়ী পশুর হাট। ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এ বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না।

রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে ১১টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারার বিজ্ঞপ্তি দেয়। এতে আফতাবনগরকেও অন্তর্ভুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৪ এপ্রিল রিট করেন।

রিটে বলা হয়, আফতাবনগর একটি পরিকল্পিত আবাসন এলাকা, যেখানে বিচারপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বসবাস। এই এলাকায় পশুর হাট বসানো হলে জনদুর্ভোগ তৈরি হবে, পরিবেশ দূষিত হবে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আফতাবনগর ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। অথচ দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দেয়, যা আইনগতভাবে বৈধ নয়।

২০২৩ সালেও একই বিষয়ে রিট করা হলে হাইকোর্ট আফতাবনগরের একটি বড় অংশে হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন বলে জানান এই আইনজীবী। এ ছাড়া বনশ্রীর মেরাদিয়াতেও পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৪

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন রয়েছেন।

৭ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন ঠেকাতে ককটেল বিস্ফোরণ: ছাত্র অধিকার পরিষদ

বিন ইয়ামিন আরও বলেন, “পাঁচ আগস্টের ঘটনার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়নি। বারবার আশ্বাস দিলেও নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি প্রশাসন।”

৮ ঘণ্টা আগে

এবার দুদকের জালে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা

প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমেটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৯ ঘণ্টা আগে

সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আবুল খায়েরসহ অন্যান্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধি বিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘনপূর্বক শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

৯ ঘণ্টা আগে