ফিচার

মানুষ কেন ঘুমায়?

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি। ছবি : এআইয়ের তৈরি।

ধরা যাক আপনার বয়স, নিশ্চিত থাকুন, কমপক্ষে দশ বছর আপনি ঘুমিয়ে কাটিয়েছেন। এরচেয়ে বেশি ঘুমালেও অবাক হওয়ার কিছু নেই। কেন ঘুমাই আমরা?

আপাতদৃষ্টিতে মনে হয়, ঘুম বুঝি আলস্যের ফসল। আসলে তা নয়। শরীর নামক যন্ত্রটা যেমন অবিরাম কাজ করতে পারে না, তেমনি মস্তিষ্কের সব অংশ দীর্ঘসময় কাজ করতে পারে না একটানা। আবার মস্তিষ্কের সব অংশ একই সঙ্গে সমানভাবে সক্রিয় থাকতে পারে না। গোটা শরীরটাকে চালায় মস্তিষ্ক। যখন জেগে থাকি, কাজকর্ম করি, এর জন্য হাত, পা, চোখ, কানের ওপর মস্তিষ্ককে বাড়তি গুরুত্ব আরোপ করতে হয়। কিছু কিছু অঙ্গ আছে, সেগুলো চব্বিশ ঘণ্টা সচল- কিডনি, লিভার, হার্ট- ইত্যাদি। ঘুমের সময়ও সচল।

মস্তিষ্কের নিজের জন্যও তো কিছু সময় দরকার! যেমন, আমাদের মেমোরি কার্ড, যেটাকে আমরা স্মৃতি বলি। বহু পুরোনো স্মৃতি আমাদের মনে থাকে কেন?

কারণ, সেগুলো মস্তিষ্ক বিশেষভাবে সংরক্ষণ করে রাখে। আবার দুই-একদিন আগে ঘটা কোনো ঘটনা হয়তো মনে করতে গিয়ে খাবি খাই। কেন?

এ জন্যই আসলে মস্তিষ্ককে নিজের জন্য কিছু কাজ করতে হয়। ঘটনার গুরুত্ব অনুসারে স্মৃতিগুলো সাজায় মস্তিষ্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি, কম গুরুত্বপূর্ণ আর অগুরুত্বপূর্ণ। স্মৃতির এই শ্রেণিবিভাগ, সেই অনুযায়ী সাজানোর জন্য মস্তিষ্কের একান্ত কিছু সময় দরকার। এজন্য মস্তিষ্ক আমাদের ঘুম পাড়িয়ে দেয়। আবার শরীরের পেশিগুলোর বেড়ে ওঠা, পরিশ্রমের ধকলে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে ঠিক করা, এসব কাজও মস্তিষ্ক করে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন।

এ ছাড়া হরমোনের কর্মকাণ্ডও ঘুমের সময় সবচেয়ে সচল থাকে। সুতরাং, এই কাজগুলো করার জন্য মস্তিষ্ক শরীরের অন্য কর্মকাণ্ডগুলো বন্ধ করে দেয়, শরীরে ক্লান্তি অনুভব, তারপর ধীরে ধীরে ঘুম চলে আসে চোখে। যাদের ঘুমের সমস্যা আছে, তারা কিন্তু ব্যক্তিগত জীবনে মোটেও সুখি নন। দীর্ঘ সময় না ঘুমালে মানুষের মস্তিষ্কবিকৃতি ঘটতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫ দিনে ৬০০ আবেদন

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলে।

১৫ ঘণ্টা আগে

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য : তথ্য সচিব

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলায় ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইলফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।

১৫ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভ

১৫ ঘণ্টা আগে

পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে