পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের পাঁচ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যসহ তিনজন, মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে একজন এবং কুমিল্লায় দুটি ঘটনায় ছয়জন, হবিগঞ্জে দুজন এবং টাঙ্গাইলে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিলে তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নৌবাহিনীর সদস্য নাফিজ আহমেদ অয়ন (২৫)। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ছুটি শেষে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন আব্বাস। ঘটনাস্থল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে এক ব্যক্তির মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা: কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস ইউটার্নে এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে বিপরীত লেনে পড়ে যায়। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিনজি-মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০-১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সংঘর্ষে যাত্রীবাহী বাসটিতে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

হবিগঞ্জ: জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন ইমাম ও একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় পিকআপের ধাক্কায় টমটমের যাত্রী দক্ষিণ মোহনপুর জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী সেলিম আহমেদ নিহত হন।

অন্যদিকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মিরপুর টু মহাশয়ের বাজার রেললাইন ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টর উল্টে চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের ট্রাক্টর চালক আবিদ আলী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

টাঙ্গাইল: জেলার মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) সোহেল সরোয়ার জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছে।

নিহতের পরিচয় শক্তানের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য : তথ্য সচিব

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলায় ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইলফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।

১৩ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভ

১৩ ঘণ্টা আগে

খালেদা জিয়া সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন: আইন উপদেষ্টা

আমি অনেক আগে থেকে বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

১৫ ঘণ্টা আগে

নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা: ফাওজুল কবির খান

ফাওজুল কবির বলেন, বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের ছাত্র- জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার।

১৬ ঘণ্টা আগে