উপজেলায় ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আটা। প্রতীকী ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকিয়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে উপজেলা পর্যায়ে ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৪ টাকা কেজি দরে এই আটা বিক্রি করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম এ তথ্য জানান।

ইমদাদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের মানুষকে সুলভ মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বর্তমানে সারাদেশের সিটি করপোরেশন, শ্রমঘন জেলা ও উপজেলা এবং জেলা সদর পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস সাধারণ) কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমানে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে জানিয়ে খাদ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ভর্তুকি মূল্যে আটা বিক্রি করা হবে। প্রতিদিন বিক্রি করা হবে এক মেট্রিক টন।

নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সাধারণ মানুষ প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় কিনতে পারবেন বলেও জানান ইমদাদুল ইসলাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচনে প্রার্থী ৪৭১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। ২৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্

২ ঘণ্টা আগে

কারাগার থেকে বন্দিরা আমাকেও ফোন দেয়: আইজি প্রিজন

কারাগারে বন্দিদের মোবাইল ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দিরা আমাকে অনেক সময় ফোন দেয়। মূলত আরেকজনকে ধরিয়ে দেওয়ার জন্য তারা ফোন দেয়, যারা তাদের প্রতিদ্বন্দ্বী। এ বিষয়ে অনেক সময় অভিযান চালানো হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এটাই বাস্তবতা। আমি অস্বীক

৪ ঘণ্টা আগে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে শুনানি ফের বুধবার

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ার বিদেশি শ্রমবাজারের ৩৭% বাংলাদেশি

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগকে দ্রুত ও সহজ করার জন্য অস্থায়ীভাবে চালু হওয়া ‘ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যানে’র মাধ্যমে মোট তিন লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করে।

৫ ঘণ্টা আগে