এনসিপি নেতাকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯: ১৯
ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান।

তিনি বলেন, হাবীব অনলাইনে একটি প্ল্যাটফর্মে তার মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে। পরে তারা হাবীবকে একটি স্থানে নিয়ে জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় হাবীব চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন আলী নাছের খান।

ভুক্তভোগী হাবীব চৌধুরী জানান, দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেল কেনার কথা বলে তার কাছে আসে। কিন্তু তারা কোনো আলোচনা না করেই মোটরসাইকেল নিয়ে যেতে শুরু করে। এতে বাধা দিলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি ছোড়ে। তিনি বর্তমানে বাসন থানায় অবস্থান করছেন এবং মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, হাবীব মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ কয়েকজন দুর্বৃত্ত ক্রেতা সেজে এসে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের ফেসবুক লাইভে বলেন, ‘জুলাইযোদ্ধা ও এনসিপির একজন সাহসী নেতা হাবিব চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয়। শহিদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই অ্যালার্মিং। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না।’

এ ছাড়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আলী নাছের সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি বলেন, ‘আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল, ১৫ লাখ টাকা জরিমানা

এই অধ্যাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ

যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

২ ঘণ্টা আগে

দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের পঞ্চগড় জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

৪ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছেন যে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করা হয়। সে কারণেএই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে