৬১ জেলায় একযোগে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দেশজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। শুক্রবার বিকেল ৩টা থেকে একযোগে দেশের ৬১ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিচ্ছেন ১০ লাখ ৮০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং একসঙ্গে পাঁচজনের বেশি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশ্নফাঁস ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

কড়া নজরদারির মধ্যেও প্রশ্নফাঁস চক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। রংপুরসহ কয়েকটি জেলা থেকে কয়েকজনকে আটক করা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দাবি, তারা প্রশ্নফাঁস নয়, ডিভাইস ব্যবহারের চেষ্টা করছিলেন।

এর আগে ‘হিসাব সহকারী’ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষক নিয়োগ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়েছে। এতে প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক এ কে মোহম্মদ সামছুল আহসান জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরগুলো প্রতারক চক্রের অপতৎপরতা। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, দেশে বিপুল সংখ্যক বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রাথমিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পদোন্নতি হলে আরও হাজারো পদ শূন্য হবে। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।

এবার মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। গড়ে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন প্রার্থী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য : তথ্য সচিব

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলায় ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইলফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।

১১ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভ

১১ ঘণ্টা আগে

পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১২ ঘণ্টা আগে

খালেদা জিয়া সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন: আইন উপদেষ্টা

আমি অনেক আগে থেকে বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

১৪ ঘণ্টা আগে