বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ৪৯

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আইএসপিআর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ জন শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে।

আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন ভর্তি আছে।

আইএসপিআর আরও জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন আহত আটজন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন আহত ও ১০ জন নিহত। ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তিনজন, নিহত একজন। ঢাকার সিএমএইচে রয়েছেন আহত ২৮ জন ও নিহত ১৬ জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার আছেন আহত ১৩ জন ও নিহত দুজন।

এ ছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০ জন, নিহত রয়েছেন একজন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি আছেন একজন। শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন। ইউনাইটেড হাসপাতালে দুজন আহতের পাশাপাশি নিহত রয়েছেন একজন। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনজন।

এর আগে মঙ্গলবার সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশির ভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ দিন সকালে জানান, ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে ৪২ জন চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ১২ মিনিট পরেই এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। দুর্ঘটনা ঘিরে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সারা দেশে এই শোক পালন করা হচ্ছে।

এদিকে আজকের এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি

৯ ঘণ্টা আগে

নতুন থানা হচ্ছে ৪টি, নাম বদলাবে এক মন্ত্রণালয়ের

অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে চারটি নতুন থানা স্থাপন ও একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া

৯ ঘণ্টা আগে

দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে, নির্দেশনা ডিএনসিসির

রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া-সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

৯ ঘণ্টা আগে

আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কী হবে, কী হবে না—তা নির্ধারণ করবে তরুণ সমাজ।

১১ ঘণ্টা আগে