হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০: ০৯
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার শেষ হয়েছে। পোস্ট-অপারেটিভ কেয়ার তথা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত এ তথ্য জানান।

ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। জুলাই অভ্যুত্থানের সময় থেকে তার এই সংগঠনটি আলোচনায় রয়েছে।

হাদির শারীরিক অবস্থার তথ্য জানিয়ে রিফাত লিখেছেন, হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য অবস্থা স্ট্যাবল হলে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। সবাই দোয়া করুন খাস করে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মাথায় থাকা গুলি অস্ত্রোপচার করে বের করা হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। লিফলেট বিলি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। এ সময় তারা হাদির ওপর হামলার খবর পান। হাদির বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে বলে জানান তারা।

পুলিশ বলছে, ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। গোয়েন্দা শাখাসহ অন্যান্য বাহিনীও কাজ করছে।

এদিকে হাদির ওপর হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো ও এসব দলের শীর্ষ নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদির ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযানে ডিএমপি

১ ঘণ্টা আগে

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য। দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

৫ ঘণ্টা আগে

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিককে (১৪) সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

৬ ঘণ্টা আগে

নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসি

পরিপত্রে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পদে থাকলে, তা ‘লাভজনক পদ’ হিসেবে গণ্য হবে এবং এ ধরনের ব্যক্তিরা নির্বাচন করতে অযোগ্য হবেন।

৭ ঘণ্টা আগে