হামলা মোটরসাইকেল থেকে, ২ হামলাকারী ছিলেন হাদির জনসংযোগেও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাদিকে গুলির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে দ্য ডিসেন্ট।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় হামলাকারী ছিলেন দুজন। মোটরসাইকেলে করে তারা হাদির ওপর হামলা করেন। এ ঘটনার সময় ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারীরা হাদির সঙ্গে জনসংযোগেও অংশ নিয়েছিলেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গত কয়েক দিন ধরে তিনি নির্বাচন সামনে রেখে জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, বাইক থেকে গুলি করা দুই ব্যক্তি এ দিন দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিল।

ওই দুই ব্যক্তির মধ্যে একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি ও আকাশি রঙের প্যান্ট, কালো মাস্ক ও গলায় চাদর। আরেকজনের গায়ে ছিল কালো ব্লেজার, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা। হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেওয়ার সময় দুজনের মুখেই ছিল মাস্ক।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে সিসি ক্যামেরার ফুটেজে। গুলি করা ব্যক্তিদের চিহ্নিত করতে হাদির জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

এদিকে হাদির সহকর্মী মিসবা গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কালভার্ট রোড দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে দুজন হাদিকে গুলি করে। হাদির কানের বাম পাশে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মিসবা বলেন, গুলি লাগার পর আমরা হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। তার অবস্থা আশঙ্কাজনক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কর্মবিরতিতে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এ কারণে মেট্রোরেলের যাত্রীসেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দেয়। যদিও গতকাল মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস

১ ঘণ্টা আগে

‘মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, ‘এই দুই জন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।’

২ ঘণ্টা আগে

হাদির ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযানে ডিএমপি

২ ঘণ্টা আগে

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

রিফাত জানান, হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে অবস্থা স্টেবল হলে। এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। সবাই দোয়া করুন খাস করে।

৩ ঘণ্টা আগে