কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে হিন্দুত্ববাদী ও বামপন্থিদের মিছিল

ডেস্ক, রাজনীতি ডটকম
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন (বাঁয়ে) ও বামপন্থি বিভিন্ন দলের (ডানে) বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে পৃথক পৃথক সময়ে মিছিল করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ও বামপন্থি দলগুলো। পুলিশ এসব মিছিল উপদূতাবসের ২০০ মিটার আগেই থামিয়ে দেয়। বামপন্থি দলগুলো এতে কোনো প্রতিক্রিয়া না দেখালেও হিন্দুত্ববাদী সংগঠনগুলো ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।

বিবিসি ও ভারতের গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন ও সন্ধ্যায় বামপন্থি দলগুলো এ মিছিল করে। এ দিন দুপুরে দিল্লিতেও বাংলাদেশ দূতাবাসের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করে। সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বাংলাদেশের দূতাবাস-উপদূতাবাসের সামনে এসব বিক্ষোভ চলছে। বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনীতিকদের তলব-পালটা তলবের ঘটনা ঘটেছে দুবার। শিলিগুড়িতে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে বাংলাদেশের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার কলকাতা সময় সকাল ১১টার দিকে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলসহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার দাবিতে সেখানে স্লোগান দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, উপদূতাবাসের সামনে প্রায় দুশো মিটার দূর পর্যন্ত মোট তিনটি ব্যারিকেড দিয়েছিল পুলিশ। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন।

দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে। দূতাবাসের অন্তত ১০০ মিটার সামনে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।

কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই (এম), সিপিআই, বিপ্লবী সমাজতন্ত্রী দল (এসএসপি), একতা দল ও ফরোয়ার্ড ব্লকসহ কয়েকটি বামপন্থি দল আবারও বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে মিছিল বের করে।

বামপন্থি নেতারা বলেন, তারা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ছাড়াও গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপরে হামলার বিরোধিতাও করেন তারা।

সিপিআই (এম) রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম বিবিসিকে বলেন, বাংলাদেশে যা হচ্ছে, সেকুলার ডেমোক্রেসিকে আক্রমণ করা হচ্ছে। যা কিছু মুক্ত চিন্তার প্রতীক, যা কিছু স্বাধীনতার প্রতীক, এগুলো আক্রান্ত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি।

সাম্প্রদায়িক রাজনীতি ধ্বংসের দিকে নিয়ে যায় উল্লেখ করে সেলিম বলেন, সেটা বাংলাদেশে ও ভারত দুই জায়গাতেই হচ্ছে। আমরা এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রংপুরে মনোনয়নপত্র নিলেন এনসিপির সদস্য সচিব আখতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

৫ ঘণ্টা আগে

‘বাংলাদেশের দিকে কুনজর দিলে ভারতের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়বে পাকিস্তান’

ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে এবং কুনজর দেয় তাহলে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেবে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) যুব নেতা কামরান সাঈদ উসমানি।

৬ ঘণ্টা আগে

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর ‎

জালিয়াতির মাধ্যমে রাজধানীর গুলশানে ২৭ কাঠার একটি সরকারি পরিত্যক্ত প্লট দখলের মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন এখন ১০ম গ্রেডে

গত ১৫ ডিসেম্বর প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর প্রজ্ঞাপনটি সই করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

৬ ঘণ্টা আগে