ড.ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন: ফরহাদ মজহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২৩: ৫৪
ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সেটি তার ‘ব্যর্থতা’ ও ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

তিনি বলেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে ড. ইউনূসের ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।’

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের মধ্য দিয়ে নয়, বাংলাদেশের জনগণ রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নির্বাচিত করেছে বলে পোস্টে মন্তব্য করেছেন ফরহাদ মজহার। এ পরিস্থিতিতে তার করণীয় কী কী, সেগুলোও তুলে ধরেছেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করার প্রক্রিয়া শুরু করতে হবে, কাছা খোলা বাজারব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক করপোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে। সর্বোপরি দিল্লি ও মিয়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে। কারন রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান। বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গী জড়িত। জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ। কারণ তারাও জনগণের অংশ— আমরা কেউই মঙ্গলগ্রহ থেকে আসিনি।’

এ সব লক্ষ্য অর্জনের জন্য জনগণ প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের ভুল বোঝাবুঝির অবসান চায় বলেও মন্তব্য করেন এই কবি ও চিন্তক। পাশাপাশি নির্বাচন দ্রুত আয়োজনের তাগিদ দিয়ে সেনাপ্রধানের এ সংক্রান্ত মন্তব্যের সমালোচনাও করেছেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘নির্বাচন অবশ্যই যত দ্রুতসম্ভব হতে হবে, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণিকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি। গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না। দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় তখন সেনাপ্রধানের ওপর বর্তাবে।’

জনগণ সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে উল্লেখ করে ফরহাদ মজহার লিখেছেন, ‘সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও গণঅভ্যুত্থানের স্পিরিট রক্ষা করবেন, জনগণ সেই আশাই করে।’

এর আগে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জানা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভেবেছেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ খবর শুনে তার সঙ্গে দেখাও করেন বৃহস্পতিবার সন্ধ্যায়। পরে তিনি গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার পদত্যাগের অভিপ্রায়ের খবর।

বৃহস্পতিবার রাতভর এ নিয়ে আলোচনার পর শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে আসা পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এ বিষয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। তিনিও প্রধান উপদেষ্টার এ অভিপ্রায়ের কথা জানান।

সৈয়দা রিজওয়ানা বলেন, বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সরকার কেবল নির্বাচন নয়, জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের দায়িত্ব নিয়ে কাজ করছে। কিন্তু নানা প্রতিবন্ধকতা তৈরি করে সরকারের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এ সব কারণেই প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভেবেছেন।

সরকারের ওপর কোনো ধরনের চাপ রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, সরকার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারছে কি না, সরকার পারফর্ম করতে পারছে কি না, এটিই চাপ। এর বাইরে কোনো চাপ নেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রেড ক্রিসেন্ট সোসাইটিতে কাজের সুযোগ, বেতন ৮০ হাজার

১৫ ঘণ্টা আগে

অনশনের ২ দিন পার হলেও ডাকসু ইস্যুতে নীরব ঢাবি প্রশাসন

গত ২১ মে (বুধবার) দুপুর ১২টা ৩০ মিনিটে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন তিন শিক্ষার্থী-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, একই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম এবং স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন খালিদ।

১৫ ঘণ্টা আগে

রাতে ১৮ জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যে

১৭ ঘণ্টা আগে

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

স্ট্যাটাসে স্ট্যাটাসে তিনি লেখেন, ১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।

১৭ ঘণ্টা আগে