মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হতে পারে আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২: ৪২

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে যাচ্ছে প্রসিকিউশন। আসামিপক্ষের যুক্তিখণ্ডন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য দিন ধার্য করতে পারেন। এ পর্যন্ত দেওয়া সাক্ষ্য-প্রমাণ আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট বলে জানিয়েছে প্রসিকিউশন।

গতকাল বুধবার (২২ অক্টোবর) এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে যুক্তিখণ্ডন করে প্রসিকিউশন। তারই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে আজ বক্তব্য তুলে ধরবেন চিফ প্রসিকিউটর। এছাড়া, এটর্নি জেনারেলও বক্তব্য রাখবেন।

এর আগে, শেখ হাসিনার মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত, চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে উঠে আসে– জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগের আমলে গুম-খুনসহ নির্যাতনের নানা বিষয়।

এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আগস্টের গণহত্যাকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি তুলে ধরেন গণহত্যার পেছনের ঘটনাও। উঠে আসে নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকাদের নাম।

প্রসিকিউশন বলছে, এখন পর্যন্ত যেসব সাক্ষ্য, প্রমাণ তুলে ধরা হয়েছে, তা দ্বারা পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি আরবের নতুন গ্র‍্যান্ড মুফতি শেখ সালেহ

শেখ সালেহ আল ফাওযান একই সঙ্গে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতা বিভাগের প্রধান হিসেবেও নিয়োগ পেয়েছেন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

৫ ঘণ্টা আগে

জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন— বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

আলী রীয়াজ বলেন, আমরা মনে করি, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সবার যে চেষ্টা, সে চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করিকমিশন এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে। দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে।

১৫ ঘণ্টা আগে

আইএলওর ৩ কনভেনশনে সই বাংলাদেশের

এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো।

১৫ ঘণ্টা আগে

আন্দোলন সফল হতে ভূমিকা রাখায় বিএনপিকে শিক্ষকদের কৃতজ্ঞতা

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দল হিসেবে বিএনপিকে আগামীতে শিক্ষক-কর্মচারীদের পাশে থাকার অনুরোধ জানান জোটের নেতারা। দেলোয়ার বলেন, ‘তিনিও (মির্জা ফখরুল) আগামী দিনে শিক্ষক-কর্মচারীদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান।’

১৬ ঘণ্টা আগে