গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৩

ডেস্ক, রাজনীতি ডটকম
আগুন। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরানোর সময় গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের সাড়ে ৩ বছরের মেয়ে রাফিয়া।

তারা শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত ২টার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়।

ভুক্তভোগীদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি বলেন, 'রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।'

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এ বছর দুর্গাপূজায় মণ্ডপ বেড়েছে এক হাজারের বেশি

নেতৃবৃন্দ বলেন, ধর্ম উপদেষ্টা নিয়মিতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, মন্দির পরিদর্শন করেন। দুর্গাপূজা উৎসবমুখর করতে প্রশাসনের সকল পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তাঁদের অক্লান্ত পরিশ্রমে গতবারের মতো এবারও নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে আমরা আশা করছি।

৪ ঘণ্টা আগে

মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে

এর আগে এ দিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো ও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা করেন ডিবি পুলিশেরে রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সকালে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ

প্রধান উপদেষ্টা সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

৬ ঘণ্টা আগে

কক্সবাজারের নতুন ডিসি আ. মান্নান

অন্যদিকে কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে জাতীয় বেতন কমিশনে যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে