হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৪৪
ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৮৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রেডফোর্ডের মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় ও পরিচালনার মাধ্যমে হলিউডে এক অনন্য স্থান করে নিয়েছিলেন। তার পরিচালিত চলচ্চিত্র 'অর্ডিনারি পিপল' ১৯৮০ সালে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হিসেবে দুটি অস্কার জয় করে। এছাড়া তিনি স্বাধীন চলচ্চিত্র উৎসব 'সানড্যান্স'-এর প্রতিষ্ঠাতা হিসেবেও সুপরিচিত।

১৯৬৩ সালে নাটক বেয়ারফট ইন দ্য পার্ক–এ অভিনয়ের মাধ্যমে রেডফোর্ড আলোচনায় আসেন, যা পরবর্তীতে ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ সালে দ্য স্টিং ছবিতে অভিনয়ের জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৮০ সালে তার পরিচালিত ওর্ডিনারি পিপল সিনেমাটি সেরা পরিচালক হিসেবে তাকে এনে দেয় অস্কার। একইসঙ্গে ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও জেতে। পরবর্তীতে ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনার জন্যও তিনি অস্কার মনোনয়ন পান।

অভিনেতা হিসেবে তার স্মরণীয় কাজের মধ্যে অন্যতম আউট অব আফ্রিকা (১৯৮৫)। সাতটি বিভাগে অস্কারজয়ী এ ছবিতে রেডফোর্ডের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘ ক্যারিয়ারের শেষে তিনি ২০১৮ সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এর মাধ্যমে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন।

শুধু অভিনেতা ও পরিচালক নয়, স্বাধীন সিনেমার অন্যতম পৃষ্ঠপোষক হিসেবেও রেডফোর্ড বিশ্বজুড়ে পরিচিত। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স চলচ্চিত্র উৎসব। মূলধারার বাইরে থাকা গল্পগুলোকে জায়গা করে দিতে এই আয়োজনের জন্ম হয়েছিল।

রেডফোর্ডের ক্যারিয়ারজুড়ে অর্জনের তালিকাও সমৃদ্ধ। ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনটি গোল্ডেন গ্লোব, একটি বাফটা এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমফিলে ভর্তি বাতিল রাব্বানীর, অবৈধ হচ্ছে ডাকসুর জিএস পদও

ভর্তি বাতিলের বিষয়টি একাডেমিক কাউন্সিলে পাঠানোরও নির্দেশ দিয়েছে ফোরামটি। এ ছাড়া বৈধ ছাত্রত্ব না থাকায় যেহেতু গোলাম রাব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না, ফলে তার জিএস পদে নির্বাচিত হওয়ার বিষয়টিও অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

১৩ ঘণ্টা আগে

সিটি ব্যাংকে ম্যানেজার পদে কাজের সুযোগ, কর্মস্থল বগুড়া

১৪ ঘণ্টা আগে

ভূমি মন্ত্রণালয়ে কাজের সুযোগ, পদসংখ্যা ৩৪

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের উচিত তাদের পারস্পরিক নির্ভরশীলতা জোরদার করার জন্য একসাথে কাজ করা এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা।

১৪ ঘণ্টা আগে