রানা হত্যার বিচার দাবিতে উত্তাল ফার্মগেট, সড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২: ৫৬
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছেন।

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচির ফলে ফার্মগেট এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাস্তায় নেমে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রানা হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে অবিলম্বে রানার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। তারা হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রানার মৃত্যু হয়। রানা ৫ দিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন, বহিরাগত ছাত্র হলে রাখা এবং চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল। গত ৬ ডিসেম্বর রাতে হলে বসে মাদক সেবন করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এরপর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ছাত্রদলের গ্রুপ বহিরাগত শতাধিক লোক নিয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করে বেধড়ক পিটিয়ে তিনজনকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত হন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের (২০২৪–২৫) সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা।

তাকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দ্রুত আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাকে দ্রুত মালিবাগের প্রশান্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পাঁচদিন ধরে আইসিইউতে চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

১১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত সার্ভিস রুল না পেলে তারা যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ রাখবেন। মেট্রোরেলের যাত্রীদের ভোগান্তির দায় সম্পূর্ণভাবে কর্তৃপক্ষকেই নিতে হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

মধ্যরাতে কাঁপল সিলেট, ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূকম্পন!

এর উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত অঞ্চলে। এই ভূকম্পনের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

৪ ঘণ্টা আগে

২ ছেলেসহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নামে দুদকের মামলা

দুদকের এ মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন— ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম।

১৪ ঘণ্টা আগে

তফসিলের পর বেআইনি জনসমাবেশ করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি

ডিএমপির জানায়, জনশৃঙ্খলা রক্ষা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান। তপশিল ঘোষণার পর অনুমোদনহীন যে কোনো সমাবেশ বা কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।

১৭ ঘণ্টা আগে