ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকা লেনদেন!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইউপি চেয়ারম্যান লাক মিয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লাক মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ১৪ হাজার কোটিরও বেশি টাকার লেনদেনের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‘অস্বাভাবিক’ ও ‘সন্দেহজনক’ এসব লেনদেনের কারণে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুদক মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, লাক মিয়া ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সময় তার ৪৯টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে। ১৪ হাজার কোটি টাকারও বেশি টাকা লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে।

এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে লাক মিয়ার বিরুদ্ধে। দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, লাক মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৫৮ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস মাত্র তিন কোটি ৪৬ লাখ টাকা।

ব্যাংক লেনদেনের তথ্য তুলে ধরে দুদক জানিয়েছে, লাক মিয়ার অ্যাকাউন্টগুলোতে সাত হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা জমা আছে। এসব অ্যাকাউন্ট থেকে তিনি সাত হাজার ১৮৭ কোটি ৩২ লাখ টাকা তুলে নিয়েছেন। সব মিলিয়ে তার সব অ্যাকাউন্টে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানিয়েছে, ১৯৯০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন লাক মিয়া। এ ছাড়া তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও মামলা করেছে দুদক।

লাক মিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে থাকাকালে তার স্ত্রী মাহমুদা বেগমের ১৪টি ব্যাংক হিসাবে মোট ৪৬১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩০ কোটি ৬৯ লাখ টাকা জমা দেওয়া হয়েছে, ২৩০ কোটি ৪৮ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মাহমুদা বেগমের অ্যাকাউন্টগুলো থেকে এসব লেনদেন করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের কর্মসূচি মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি প্রেসসচিবের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

৫ ঘণ্টা আগে

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

৬ ঘণ্টা আগে

সিদ্ধান্ত বদল প্রাথমিক শিক্ষকদের, ফের কর্মবিরতি ঘোষণা

কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবারও (১০ নভেম্বর) সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অব

৬ ঘণ্টা আগে

টালবার্গ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় উমামা ও তিথি

যুক্তরাষ্ট্রভিত্তিক টালবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। বৈশ্বিক পর্যায়ে উদীয়মান তরুণ নেতৃত্বের স্বীকৃতি হি

৭ ঘণ্টা আগে