ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ: বামপন্থি ১২ ছাত্রনেতার নামে পুলিশের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২০: ০৬
মঙ্গলবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ ধর্ষণবিরোাধী পদযাত্রায় লাঠিচার্জ করে। ছবি: ফেসবুক থেকে

রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে মঙ্গলবারই (১১ মার্চ) রমনা থানায় এই মামলা করেছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বুধবার (১২ মার্চ) মামলার তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন— অংঅং মারম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা, জবি ছাত্র ইউনিয়নের নেতা আদ্রিতা রায় ও ছাত্র ফেডারেশনের নেতা আরমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল-আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড, ছাত্র ফেডারেশনের হাসান শিকদার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সীমা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ এবং গণত্রান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তার করা হবে। বাকি অজ্ঞাত যারা, তাদেরও শনাক্ত করতে কাজ চলছে।

মামলার এজাহার থেকে জানা যায়, পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এ ছাড়া বেআইনি সমাবেশের অংশ হওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত প্রয়োগের অপরাধের অভিযোগও করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণবিরোধী পদযাত্রা শুরু হয়। পদযাত্রা থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল।

পদযাত্রাটি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মিছিলটি ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, তারা সংযত আচরণ করেছে। আন্দোলনকারীরাই পুলিশের ওপর হামলে পড়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেনা সদস্যদের মাঠ থেকে সরানোর খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনা সদস্যদের মাঠ থেকে সরানোর খবর গুজব জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বরত সেনা সদস্যদের ৫০ শতাংশকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

৬ ঘণ্টা আগে

হাসিনা–জয়–পুতুলের প্লট দুর্নীতি মামলার শুনানি আজ

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার (১০ নভেম্বর)। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি হিসেবে রয়েছেন।

৭ ঘণ্টা আগে

মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল

ছুটি বাতিলের কোনো কারণ জানায়নি সংস্থাটি। তবে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে নাশকতার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

১৬ ঘণ্টা আগে

ঢাকার আকাশে বেলুন ওড়ানোর পরিকল্পনা আ. লীগের, গ্রেপ্তার ২৫

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে রোববার ডিএমিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে আ

১৭ ঘণ্টা আগে