স্টারলিংকে বিভ্রাট, ইন্টারনেট বিচ্ছিন্ন ৬১ হাজার ব্যবহারকারী

ডেস্ক, রাজনীতি ডটকম
স্টারলিংক

বিভ্রাটের কবলে পড়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা। তাদের অভ্যন্তরীণ একটি সফটওয়্যারে সমস্যা দেখা দিলে স্টারলিংকের অন্তত ৬১ হাজার ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে। স্টারলিংকের শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেটে এমন বিভ্রাট বিরল।

১৪০টি দেশ ও ভূখণ্ডে ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। ব্যবহারকারী রয়েছেন ৬০ লাখের বেশি।

ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। এ সময় প্রায় ৬১ হাজার ব্যবহারকারী প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পরে স্টারলিংক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ বিভ্রাটের তথ্য স্বীকার করে নিয়েছে৷ তারা জানিয়েছে, সমস্যা সমাধানে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস এক্স বার্তায় লিখেছেন, বিঘ্ন ঘটার প্রায় আড়াই ঘণ্টা পর ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়। নেটওয়ার্ক ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সফটওয়্যার সেবার ব্যর্থতায় এ বিভ্রাট ঘটে।

এ বিভ্রাটের মূল কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন মাইকেল নিকোলস। পাশাপাশি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন।

ইলন মাস্ক নিজেও এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। স্পেসএক্সের এই সিইও এক্স পোস্টে লিখেছেন, বিভ্রাটের জন্য দুঃখিত। এর মূল কারণ খুঁজে বের করে স্পেসএক্স সমাধান করবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেটি নিশ্চিত করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই ছিল আমাদের মূল লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এমন নির্বাচন চাওয়া হচ্ছে যেখানে মানুষ তার ইচ্ছামতো ভোট দ

২ ঘণ্টা আগে

নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ রোববার

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

৪ ঘণ্টা আগে

কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১০ ফ্লাইট, নামল ব্যাংকক-কলকাতা-চট্টগ্রামে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশার কারণে স্পষ্টভাবে রানওয়ে দেখা না যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাবে, ডাইভার্ট হওয়া

৫ ঘণ্টা আগে

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা

তিন মাস ২৭ দিন পর খোলা এসব দানবাক্সে টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।

৭ ঘণ্টা আগে