সকাল হতে না হতেই ভূমিকম্প, এবারও উৎপত্তি নরসিংদী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভূমিকম্প। প্রতীকী ছবি

ভোর পেরিয়ে সকাল হতে না হতেই ফের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ৪ দশমিক ১ মাত্রার মৃদু এ ভূমিকম্পের উৎপত্তি নরসিংদী, গত দুই সপ্তাহে আরও দুটি উল্লেখযোগ্য মাত্রার ভূমিকম্প হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮ কিলোমিটার উত্তরপূর্বে নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১।

এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। তাদের হিসাবেও এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

সাম্প্রতিক সময়ে টানা ভূমিকম্পের শুরু গত ২১ নভেম্বর। সাপ্তাহিক ছুটির দিনের ওই সকালে নরসিংদির মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়।

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। তবে উৎপত্তিস্থল নরসিংদী, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এর প্রভাব ছিল বেশি। নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে ১০ জনের প্রাণহানিও হয় সে ভূমিকম্পে।

পরদিন সকালে নরসিংদীরই পলাশে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। সন্ধ্যাতেই আবার সামান্য সময়ের ব্যবধানে ঢাকার বাড্ডা ও নরসিংদীতে আরও দুবার ভূমিকম্প হয়। ৩১ ঘণ্টার ব্যবধানে চার ভূমিকম্প ব্যাপক আতঙ্ক ছড়ায় জনমনে।

এরপর কয়েকদিন বিরতি দেখা গেলেও ভূমিকম্প থেমে থাকেনি। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদিরই ঘোড়াশালে ৪ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। গত সোমবার মধ্যরাতে মিয়ানমারের ফালামে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তা চট্টগ্রাম ও কক্সবাজারসহ আশপাশের এলাকায় অনুভুত হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন লাগবে

গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে আছে, প্রবাসীদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) থেকে নেওয়া রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ফ্রিতে মোট তিনটি ফোন সঙ্গে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে তাদেরকে ট্যাক্স দিতে হবে।

১৪ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় এ ধরনের শৃঙ্খলা-বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪ ঘণ্টা আগে

পোস্টাল ভোট: ১ লাখ ৫৫ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

১৪ ঘণ্টা আগে

নতুন কর্মসূচি ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে