৭২ ঘণ্টার সতর্কবার্তা, তাপপ্রবাহ হতে পারে তীব্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বৈশাখের শেষ ভাগে এসে খরতাপে পুড়ছে দেশ। অন্তত ৪৫ জেলায় বয়ে চলেছে তাপপ্রবাহ। এর মধ্যে আবহাওয়া অফিস ৭২ ঘণ্টার জন্য সারা দেশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে, এ সময়ে কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ তীব্র হয়ে উঠতে পারে।

শুক্রবার (৯ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি পেরিয়ে গেলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

এ দিন সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসেও দেশের তাপমাত্রা বৃদ্ধির আভাস দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা রাজনীতি ডটকমকে বলেন, তাপপ্রবাহ পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর সারা দেশেই তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এর আগে বৃহস্পতিবারের তথ্য বলছে, দেশের ৪৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এ দিন রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী জেলা এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে ইসি সচিব বলেন, ‘কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।’

১৪ ঘণ্টা আগে

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

এদিকে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

১৪ ঘণ্টা আগে

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা

এতে বলা হয়, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে, এরপর ৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ১ ডিসেম্বর ইংরেজি, ৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি, ৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াব

১৫ ঘণ্টা আগে

নভেম্বরের শেষে বন্ধ হচ্ছে মন্ত্রিসভার কার্যক্রম: তথ্য উপদেষ্টা

মাহফুজ আলম গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বলেন, ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি’ এবং ‘সাংবাদিকতা সুরক্ষা আইন’ অচিরেই মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। সরকার অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য একটি নীতিমালা করে রেখে যাবে এবং যেসব পত্রিকা নিয়মিত ছাপা হয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা ন

১৫ ঘণ্টা আগে