বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৩
হাইকোর্ট। ফাইল ছবি

অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের পরিবর্তে ফের সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে ১৯৭২ সালের মূল অবস্থায় ফিরিয়ে আনতে এ রায় দেওয়া হয়।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে অংশ নেন আইনজীবী আহসানুল করিম।

রায়ের প্রতিক্রিয়ায় শিশির মনির বলেন, “বিচারকদের বদলি, ছুটি, শৃঙ্খলাবিধি—সবকিছু সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হলো। ২০১৭ সালে অধস্তন বিচার বিভাগের জন্য করা ডিসিপ্লিনারি রুলসও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিন মাসের মধ্যে পৃথক জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার নতুন ইতিহাস রচনা করল। আদালত সার্টিফিকেট ইস্যু করেছেন, যাতে সরাসরি আপিল বিভাগে বিষয়টি যেতে পারে।”

অ্যামিকাস কিউরি শরীফ ভূঁইয়া বলেন, “১১৬ অনুচ্ছেদকে চতুর্থ, পঞ্চম ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছিল, তা আজকে বাতিল ঘোষণা করা হলো। ফলে অনুচ্ছেদটি আবার ১৯৭২ সালের অবস্থায় ফিরে গেছে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের আবেদন করেন শিশির মনির। প্রাথমিক শুনানি শেষে হাই কোর্ট রুল জারি করে।

বর্তমান সংবিধানের সংশোধিত ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতির হাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু মূল সংবিধান অনুযায়ী এ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে থাকার কথা।

মামলাটি প্রথমে বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে শুনানির অপেক্ষায় থাকলেও তিনি আপিল বিভাগে উন্নীত হওয়ায় নতুন বেঞ্চ গঠন করা হয়। এরপর প্রধান বিচারপতির নির্দেশে শুনানি শেষে আজ এ ঐতিহাসিক রায় দেওয়া হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে শিবির নেতা ও আরবি বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের ঘটনায় বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। এ ছাড়া ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর এসএম হল সংসদের প্রার্থী মো. ফরিদ হাসানকে মারধরের অভিযোগও রয়েছে রাসেলের অনুসারীদের বিরুদ্ধে।

১৩ ঘণ্টা আগে

আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১০ মাসে গ্রেপ্তার প্রায় ৩ হাজার : পুলিশ

একই দিনে ঢাকায় এত ঝটিকা মিছিলের চেষ্টা, আপনারা গণগ্রেপ্তারের দিকে এগোচ্ছেন কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আসলে গণগ্রেপ্তার বলা যাবে না। আমরা যে গ্রেপ্তারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে তাদের। আমরা গ্রেপ্তার করার পর যাচাই-বাছাই করে দেখছি। তাদের পূর্বাপর যে ইতিহ

১৩ ঘণ্টা আগে

বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

গত বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে বাসের মধ্যে হেনস্তা করার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওড়না না পরার কারণে চলন্ত বাসে এক নারীকে বারবার কটূক্তি করছিলেন এক পুরুষ। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ওই নারীকে তিনি শারীরিক আক্রমণ করেন। ওই নারীও শেষে প্রতিরোধ গড়ে জুতাপেটা কর

১৫ ঘণ্টা আগে

ওমরাহ ভিসার মেয়াদ সীমিত করলো সৌদি আরব

তবে, দেশে প্রবেশের পর ওমরাহযাত্রীরা আগের মতোই সর্বাধিক তিন মাস অবস্থান করতে পারবেন। শীতকালীন সময়ে মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর আগমনকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

১ দিন আগে