বাংলাদেশে সরকারি চাকরির বয়সীমা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ৩৫ কিংবা ৬৫, কোনোটাই যৌক্তিক না ৷ ৩২ এবং ৬০ নিয়ে ভাবা যেতে পারে।’
সংবাদ সম্মেলনে রাসেল আল মাহমুদ নামে এক চাকরিপ্রত্যাশী বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এ আন্দোলন চলমান। আমরা এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো লিখিত আদেশ পাইনি। ফলে ৩০ সেপ্টেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ৩০ সেপ্টেম্বরের আগে আমাদের দাবি মেনে নেবেন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বৎসর এবং অবসরের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ অধিশাখা সূত্রে এ তথ্য জানা যায়।