বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার দুপুর ১২টার দিকে বনানী থানার চেয়ারম্যানবাড়ী মোড় সংলগ্ন সড়ক অবরোধ করেন মাসুদ অ্যাপারেলস্ লিমিটেডের শ্রমিকরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে মাসুদ অ্যাপারেলস্ লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বনানী থানার চেয়ারম্যানবাড়ী মোড় সংলগ্ন সড়ক অবরোধ করেন তারা।

পরে পুলিশের আশ্বাসে প্রায় ৫০ মিনিট পর দুপুর ১২টা ৫০ মিনিটে শ্রমিকরা এই অবরোধ প্রত্যাহার করে নেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেন।

সড়ক অবরোধের কারণে ওই রুটে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

তবে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করায় বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থলে থাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। পুলিশের ওপর আস্থা রেখে তারা সড়ক ছেড়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক।

৬ ঘণ্টা আগে

১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’

৭ ঘণ্টা আগে

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, তেমন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসুন, সকলে মিলে একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম-বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে। আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, তেমন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি।’

৭ ঘণ্টা আগে

জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ: নিপুণ রায় চৌধুরী

পথসভায় নিপুণ রায় চৌধুরী বলেন, গত ১৭ বছর ধরে জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি রাজপথে সক্রিয় রয়েছে এবং নির্বাচনি প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের এই সমর্থনই প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন।

১১ ঘণ্টা আগে