থানচিতে পাহাড় কাটার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৪, ২২: ১১
থানচি বাস স্টেশনের টিকিট কাউন্টারে পিছনে কাটা হচ্ছে পাহাড়।

বান্দরবানের থানচি উপজেলার ৩টি স্থান থেকে অবৈধ ভাবে পাহাড় কেটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাট করা হচ্ছে। এই অভিযোগ থানচি উপজেলা যুবলীগের সহসভাপতি ও মাটি সরবরাহকারী উপ-ঠিকাদার শৈক্যচিং মারমার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে গভীর রাত থেকে মাটি কেটে স্টেডিয়ামে ভরাটের কাজ চলছে। প্রতিদিন রাতে মাটি কাটলেও বুধবার সকাল থেকে উপজেলা সদরের তিনটি স্থান থেকে পাহাড় কেটে ট্রাকে করে মাটি পরিবহন করা হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের নিরব ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাহাড় কাটার ফলে পাহাড়ের প্রাকৃতি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

থানচি সদরের বাসিন্দা মং প্রু মার্মা বলেন, থানচিতে যেভাবে একের পর এক পাহাড় কাটা হচ্ছে, তা অব্যাহত থাকলে পাহাড়ের সৌন্দর্য থাকবে না, পর্যটকও আর আসবে না।

জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ক্রীড়া পরিষদের বাস্তবায়নে থানচি সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজটি রাঙামাটির বাসিন্দা লুম্বিনী এন্টারপ্রাইজের চিরজিদ চাকমাকে কাজের ওয়ার্ক অর্ডার দেয়। আগামী ৩০ জুনের আগে কাজ শেষ করার কথা রয়েছে, কিন্তু ঠিকাদার চিরজিদ চাকমা গত ফেব্রুয়ারি মারা গেলে তার সহধর্মীনি পলি চাকমা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

আরো জানা যায়, গত ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত গভীর রাতে থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মরিয়ম পাড়া, সাধু যোসেফ পাড়া দুই স্থানে ভারী স্কেভেটর ২টি ও চারটি ট্রাক এবং থানচির নতুন বাস স্টেশনের পেছনের স্থান থেকে ভারী স্কেভেটর ২টি ও চারটি ট্রাকের করে পাহাড় কেটে মাটি সরবরাহ করা হচ্ছে।

নতুন বাস স্টেশনের পাহাড় কাটার স্থানের ভূমির মালিক হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মংমংসিং মারমা বলেন, আমি কাউকে মাটি কাটতে অনুমতি দেয়নি, আর বিষয়টি আমি জানিও না।

মাটি টানার কাজে নিয়োজিত ট্রাক চালক মো. আরিফুল ইসলাম বলেন, যুব লীগের সহসভাপতি শৈক্যচিং মারমা আমাদের বলছেন সবাইকে ম্যানেজ করেছি তোমাদের কোন ভয় নাই, তাই পাহাড় কেটে মাটি নিচ্ছি।

অন্যদিকে মরিয়ম পাড়া ও সাধু যোসেফ পাড়া পাহাড় কাটার দায়িত্বে নিয়োজিত যুব লীগের সাবেক সভাপতি সচীন ত্রিপুরা বলেন, আমরা শ্রমিক হিসেবে দায়িত্বে আছি, পাহাড় কাটার বিষয়ে যুব লীগের সহ সভাপতি, ঠিকাদার শৈক্যচিং মারমা বলতে পারবে।

জানতে চাইলে উপজেলা যুব লীগের সহসভাপতি ঠিকাদার শৈক্যচিং মারমা বলেন, আমি পাহাড় কাটার জন্য আবেদন করেছি, অনুমোদন পাইনি, সমানে বর্ষা আসবে এই মাসে কাজ বুঝিয়ে দিতে হবে, তাই পাহাড় থেকে মাটি সংগ্রহ করে ভরাট করছি।

পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, পাহাড় কাটা আমলযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি, আধা-সরকারি, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা ব্যক্তি পাহাড় কাটতে বা নিশ্চিহ্ন করতে পারবে না। যদি কেউ এটি অমান্য করে, তবে তাকে অথবা ওই প্রতিষ্ঠানকে দুই বছর কারাদণ্ড অথবা ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ফের একই অপরাধ করলে, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ জরিমানা গুণতে হবে।

লুম্বিনী এন্টারপ্রাইজের নিয়োগ করা ম্যানেজার মো. ইসহাক জানান, স্টেডিয়ামের প্রায় ৮০- ৯০ লক্ষ ঘনফুট মাটি ভরাট করতে হবে, গত ৭দিনে ১৫ লক্ষাধিক ঘনফ্টু মাটি ভরাট করেছি আমরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর হতে এক কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে থানচি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মরিয়ম পাড়া ও সাধু যোসেফ পাড়ার অবস্থান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাবরক্ষক সুরেন্দ্র ত্রিপুরা এবং সাধু যোসেফ পাড়া গীর্জা নির্মানের জন্য সংরক্ষিত মালিকানাধীন পাহাড় থেকে কাটা হচ্ছে মাটি।

এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড় কাটার বিষয়ে আবেদন করেছে, কিন্তু অনুমোদনের আগেই পাহাড় কেটেছে তা অবৈধ, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টেকনাফের পাহাড় থেকে ৬ কৃষক অপহরণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহবায়ক এমএ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

১৮ ঘণ্টা আগে

শরীয়তপুরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা পাইলট মোড় এলাকায় ভোটের প্রচারণায় গেলে বিষয়টি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভোজেশ্বর ইউনিয়ন জামায়াতের আমির কাহেদ নজরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা সবুজ মাদবরের

২০ ঘণ্টা আগে

বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যদি এতটাই খারাপ ও দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকা একটি রাজনৈতিক দলের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি—এই প্রশ্নের জবাব জাতির কাছে দিতে হবে।

২১ ঘণ্টা আগে