প্রবাসীর মার্কেটসহ আ.লীগ নেতাকর্মীদের প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩০

নেত্রকোণার বারহাট্টায় আমেরিকা প্রবাসীর মার্কেটসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে দূর্বৃত্তরা হঠাৎ হামলা চালিয়ে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী আসলাম আহমেদ খানের বাড়ির পাশে মার্কেট, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী নূরে আলমের রড-সিমেন্ট ও টিনশিটের দোকান এবং সাহতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা রাজীব আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য মাসুদ হাসান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের বলেন, আমার মামা আসলাম আহমেদ খান আমেরিকা প্রবাসী। আমাদের পরিবার মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ পরিবার হলেও বর্তমানে দেশে কেউ অবস্থান করছেন না। বুধবার রাতে অন্তবর্তীকালীন সরকারের অনুসারীরা ছাত্রলীগ-যুবলীগ ও আ.লীগ নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানতে পেরেছি। আমরা ভয়ে খোলাখুলি কিছু বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে রাস্তায় হকার বসলেই অ্যাকশন : ডিসি সারোয়ার

এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না

২ দিন আগে

লালমনিরহাটে রাকাবের জোনাল অফিসে আজও পরিস্থিতি ছিল থমথমে

জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় জোনাল শাখায় কর্মরত প্রিন্সিপাল অফিসার আজমীর হোসেন দপ্তরে এসে দেখতে পান দপ্তরের প্রধান ফটকে তালা লাগানো। তিনি দপ্তরের প্রহরী আল আমিনকে তালা খুলতে বলেন। এ নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

২ দিন আগে

কর্মবিরতি প্রত্যাহার, রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে মালিকপক্ষ, চালক, সুপারভাইজার ও সহকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দাবিদাওয়া মেনে নিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এই আশ্বাসে বাস শ্রমিকরা আবারও কাজে যোগ দেন।

২ দিন আগে

কৃষকদের জমি দখল, ব্যবসায়ীদের নিয়ে অপপ্রচার— প্রতিবাদে মানববন্ধন

স্থানীয়রা জানান, জমি খোয়ানো কৃষকরা নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার ঝাউগড়া মহল্লার বাসিন্দা। তারা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন। দখলদারের কাছে জমি খোয়ানো ১২ জন কৃষক ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

২ দিন আগে