সিলেটে রাস্তায় হকার বসলেই অ্যাকশন : ডিসি সারোয়ার

সিলেট ব্যুরো

সিলেটের রাস্তা পরিষ্কারে আবারও কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই। রাস্তা দখল করে, যানজট সৃষ্টি করে ব্যবসা করার সুযোগ আইনত নেই। এটা এ শহরের একটা বড় সমস্যা। হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে।

তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এ কাজ কতদূর এগোলো। আমরা ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এ সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলব। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘণ্টা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এটা এ নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনোভাবেই আমরা সড়কে হকার এলাউ করব না।

হকারদের দাবির বিষয়ে তিনি বলেন, এখানে আন্দোলন করার, দাবি জানানোর কোনো সুযোগ নেই। এখানে যে তারা জায়গা পাচ্ছে সেটা তাদের জন্য বোনাস। এখানে তারা ব্যবসা করবে বিনা পয়সায়, কোনো জামানত ছাড়া। তাই এখানে বিল্ডিং করে দিতে হবে, এটা-ওটা করে দেবে- হকারদের এরকম কোনো দাবি জানানোর সুযোগ নেই।

সারওয়ার আলম বলেন, তারপরও তারা যাতে বেকার না হয়ে যায় তাই আমরা এ বিকল্প ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে মানুষজনের সমাগম হয়, ক্রেতারা আসে। সেই ব্যবস্থা করে দিতে এখানে একটা রাস্তার জায়গায় তিনটা রাস্তা করে দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালন করি, হাঁস প্রতীক চাইব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

১ দিন আগে

বাবার অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় মেয়ে খুন, বাবা ও চাচা গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।

১ দিন আগে

টেস্টে ফেল, এসএসসিতে বসার সুযোগের দাবিতে স্কুলে তালা

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে। তবে ছেলের বিরুদ্ধে স্কুলে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি অবগত নন উল্লেখ করে বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি, তবে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’

১ দিন আগে

মাঝারি শৈত্যপ্রবাহ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে কাঁপছে রাজশাহী

আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

১ দিন আগে