কর্মবিরতি প্রত্যাহার, রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী ব্যুরো

বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়াসহ একাধিক দাবিতে পরিবহনশ্রমিকদের সোমবার ভোর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি ৩৬ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। মালিকপক্ষের দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাসে আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটগামী বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, টানা দ্বিতীয় দিনের মতো বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলাচল না করায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলনে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় হাজারো মানুষ বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা হয়ে পড়েন।

জানা যায়, সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা বেতন ও ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনালে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ কেটিসি, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টারের শাটার বন্ধ। পাশাপাশি ফটকের সামনে বাস শ্রমিকদের কর্মবিরতির ব্যানার টানানো ছিল। শ্রমিকরা মাঝে মাঝে বিক্ষোভ করেন। ফলে এই পরিবহনগুলোর টিকিট বিক্রিও বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা কাউন্টারে এসে টিকিট না পেয়ে বিকল্প পরিবহনের চেষ্টা করেন। তবে অতিরিক্ত চাপের কারণে অধিকাংশ যাত্রী টিকিট না পেয়ে ফিরে যান। তবে একতা পরিবহনের বাস স্বাভাবিকভাবে চলেছে। অভ্যন্তরীণ রুটের বাসগুলোও চলাচল করেছে। পরবর্তীতে রাজশাহীতে বৈঠক শেষে মালিকপক্ষের দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাসে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিকরা। এতে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে মালিকপক্ষ, চালক, সুপারভাইজার ও সহকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দাবিদাওয়া মেনে নিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এই আশ্বাসে বাস শ্রমিকরা আবারও কাজে যোগ দেন।

বাস চলাচল স্বাভাবিক হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকাগামী যাত্রী শফিকুল ইসলাম বলেন, “টিকিট আগে কেটে রেখে সোমবার দুপুরে কাউন্টারে এসে দেখি বাস বন্ধ, কাউন্টারও খোলা নাই। এতে ঢাকায় যেতে পারিনি, টিকিটও ফেরত দেওয়া যায়নি। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় অতিরিক্ত টাকা খরচ হলো না।

আরেক যাত্রী নাসরিন আক্তার বলেন, “শুধুমাত্র একতা পরিবহনের গাড়ি ও কিছু লোকাল বাস এই আন্দোলনের বাইরে ছিল। কিন্তু উপচেপড়া ভিড় লেগে থাকায় সারাদিন চেষ্টা করেও একতা পরিবহনের টিকিট পাইনি। অনেকেই পণ্যবাহী ট্রাক কিংবা বিকল্প পরিবহনে চড়া ভাড়ায় ঢাকায় গেছেন। কিন্তু শিশু সন্তান নিয়ে আমার পক্ষে সেটাও সম্ভব ছিল না। তবে এখন বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি পেলাম।”

আরমান হোসেন নামে এক যাত্রী বলেন, ‘চিকিৎসার জন্য রওনা দিয়েও বাস বন্ধ থাকায় সোমবার ঢাকায় যেতে পারিনি। এই সমস্যার সমাধান হওয়া এখন যাওয়ার চেষ্টা করছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশ্বর্য রায় বলেন, ক্যাম্পাসে শাটডাউন চলছে। সামনে পূজাও রয়েছে। তাই বাড়ি যাওয়ার জন্য এসেছে সোমবার বাস না পেয়ে ফিরে গেছি। আজ (মঙ্গলবার) আবারও বাস না থাকায় খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু সন্ধ্যা থেকে স্বাভাবিক হওয়ায় বাড়ি যাচ্ছি।

এর আগে, বাসচালক ও শ্রমিকরা জানান- চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা যাতায়াতে এক বাসচালককে ১ হাজার ৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং চালকের সহকারীকে ৫৩০ টাকা দেন মালিক। ১৭ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। ফলে গত ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে একই দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। ২১ সেপ্টেম্বর বাসস্টাফদের সঙ্গে মালিক পক্ষের বসে দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাসে ৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ হয়ে সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের সব বাস বন্ধ রাখা হয়।

তারা দাবি তুলেন—চালকের বেতন ট্রিপপ্রতি ২ হাজার টাকা, হেলপারের ১ হাজার টাকা, সুপারভাইজারের ১১০০ টাকা, পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে সংকটের সমাধান হয়েছে। ফলে দীর্ঘ ৩৬ ঘণ্টার কর্মবিরতি শেষে শ্রমিকরা কাজে ফিরেছে। এতে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’

উল্লেখ্য, টানা দুইদিন বাস বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু সেখানে টিকিটের সংকট দেখা দেওয়া যাত্রীরা নিরুপায় হয়ে পড়েন। ৩৬ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে অবশেষে স্বস্তি ফিরেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে ২ কিশোর আটক

আটক দুই কিশোরের বাড়ি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার রবিদাস পাড়ায়। এর মধ্যে একজন স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

১৩ ঘণ্টা আগে

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির রেশ ধরে এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দ্বিতীয় দিনের

১৬ ঘণ্টা আগে

রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস বন্ধ, চরম ভোগান্তি

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, মালিকপক্ষ শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। এখন শ্রমিকেরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ পর্যন্ত মালিকপক্ষ কোনো আলোচনায় আসেনি।

১৬ ঘণ্টা আগে

জামিন মেলেনি, ১২ দিনের সন্তানকে নিয়ে মা প্রিজন সেলে

আইনজীবী শেখ রফিকুজ্জামান বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করার চেষ্টা করব। মূলত মানব পাচারের মামলায় নিম্ন আদালতে জামিনের এখতিয়ার নেই। মঙ্গলবার মহানগর আদালতে বাদীর আবেদনও তুলে ধরব। আশা করি জামিন হয়ে যাবে।

১ দিন আগে